Bengal Ranji Trophy 2022-23

Ranji Trophy 2022-23: আকাশের ঝোড়ো বোলিংয়ের দাপটে হরিয়ানাকে হারিয়ে কোয়ার্টারে বাংলা

স্পোর্টস ডেস্ক: বোলিংয়ের ঝড়। ঘাসে ভরা বাইশ গজের রাজা আকাশ দীপ। অনায়েসেই ভারতের সবচেয়ে কঠিন ভেন্যুতে সাত পয়েন্ট নিয়ে জয় পেল বাংলা। লাহলির চৌধুরী বংশী লাল স্টেডিয়ামের বাউন্সি পিচকে নিয়ে হরিয়ানাকে ধুয়ে দিল বাংলার পেসাররা। ১১২ রান দিয়ে দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিলেন আকাশ। চতুর্থ দিনে মাত্র ৪৫ মিনিটে গুটিয়ে গেল হরিয়ানার দ্বিতীয় ইনিংস। ফলে বিপক্ষকে এক ইনিংস ও ৫০ রানে হারিয়ে চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল বাংলা।

শুরু থেকেই হরিয়ানার বোলাররা ঘাসে ভরা বাইশ গজের ফায়দা তুলতে ব্যর্থ হয়। এরপর বড় রান চেজ করতে নেমে দুই ইনিংসেই প্রবল ব্যাটিং ভরাডুবির মুখে হরিয়ানা। বাংলার ঝড়ের গতিবেগের সামনে মুখ থুবড়ে পড়েন হরিয়ানার ক্রিকেটাররা। প্রথম ইনিংসের মতো এবারও বাইশ গজে নিজের ক্ষমতা দেখালেন আকাশ দীপ। আর তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে বোলিং করে গেলেন বাকি দুই পেসার, মুকেশ কুমার এবং ঈশান পোড়েল।

অনুষ্টুপ মজুমদারের ২৪৫ বলে ১৪৫ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪১৯ রান করে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানার প্রথম ইনিংস মাত্র ১৬৩ রানে তাসের ঘরের মতো গুটিয়ে যায়। ৬১ রানে ৫ উইকেট নেন আকাশ দীপ। ফলে ২৫৬ রানে এগিয়ে থাকার সুবাদে বিপক্ষকে ফলো অন করান অধিনায়ক মনোজ তিওয়ারি ও কোচ লক্ষ্মী রতন শুক্লা।

তৃতীয় দিন শুরু থেকেই বঙ্গ পেসারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দুই হরিয়ানার ওপেনার যুবরাজ সিং ও চৈতন্য বিষ্ণোই। প্রথম উইকেটে দুজন মিলেই তুলে দেন ১২৯ রান। তবে ফের একবার মোক্ষম সময় জ্বলে ওঠেন আকাশ। ৫৫ রানে ব্যাট করা চৈতন্য ফিরিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন। ৭৮ রানে মুকেশের বলে ফিরে যান যুবরাজ। এরপর হরিয়ানার আর কোনও ব্যাটার। শেষ ৪৮ রানে ৭ উইকেট তুলে নেয় বাংলা। তিন পেসারের দাপটে ৭৯ রানে এগিয়ে ছিল বঙ্গ ব্রিগেড। বিপক্ষের হাতে থাকল তিন উইকেট। এদিন মাত্র ৪৫ মিনিটের মাথায় বাকি ৩ উইকেট তুলে নেয় বাংলার পেসাররা।