ইউ এন লাইভ নিউজ: বাংলা দল লখনউতে পরশু থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি অভিযান, প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের দলে আছে আইপিএল তারকা নীতিশ রানা এবং যশ দয়াল, এছাড়াও রয়েছেন অধিনায়ক আর্যন জুয়েল, প্রিয়ম গর্গ, অভিজ্ঞ পেসার অঙ্কিত রাজপুত, এবং অভিজ্ঞ ব্যাটসম্যান অর্শদীপ নাথ।
বাংলার হয়ে ওপেন করবেন স্বপ্নের ফর্মে থাকা অভিমন্যু ঈশ্বরন। সূত্রের খবর, সুদীপ চ্যাটার্জিকেও ওপেনার হিসেবে ব্যবহার করা হতে পারে। বাংলার মিডল অর্ডার এবার খুব শক্তিশালী, অধিনায়ক অণুস্তুপ মজুমদার ছাড়াও দলের নতুন তারকা অভিষেক পোড়েল আছেন, যিনি ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। অভিজ্ঞতার ভান্ডার ঋদ্ধিমান সাহা ছাড়াও, আছেন সাহসী অলরাউন্ডার আইপিএল ষ্টার শাহবাজ আহমেদ। এছাড়া, সুদীপ ঘরামী এবং ঋত্তিক চ্যাটার্জির মতো দক্ষ ব্যাটসম্যানরাও রয়েছেন, যারা দলের স্কোরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
বোলিং বিভাগে রয়েছেন দুর্দান্ত মুকেশ কুমার, যিনি সবসময়ই একজন ম্যাচ উইনিং বোলার। তার সাথে থাকবে গত বছরের সেরা বোলার ইয়ং সূরজ সিন্দু জয়সওয়াল, যিনি তার সঠিক লাইন ও লেন্থ দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। যদিও আমাদের সুপার ফাস্ট বোলার আকাশদীপের অভাব পূরণ করা কঠিন হবে, তবে শাহবাজ আহমেদের বামহাতি স্পিন এবং ঋত্তিক চ্যাটার্জির অফস্পিন যে কোনো দলের বিরুদ্ধে ভরসা দিতে পারে।
কোচ লক্ষ্মী রতন শুক্লার তত্ত্বাবধানে রঞ্জি ট্রফির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত টিম। আশা করা হচ্ছে , বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই বাংলা দল তাদের শ্রেষ্ঠ পারফরম্যান্স দেখাবে এবং উত্তরপ্রদেশের বোলিং আক্রমণের মোকাবিলা করতে পারবে।
Leave a Reply