slst job

Recruitment Scam update: ‘প্রতিশ্রুতি’ পেলেন চাকরিপ্রার্থীরা! ৫ হাজার ৫৭৮ জনকেই চাকরির আশ্বাস দিল রাজ্য সরকার

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: প্রায় ৫,৬০০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের পরে এমনই জানালেন এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণি) প্রার্থীরা। তাঁদের দাবি, সোমবারের বৈঠক সদর্থক হয়েছে। চাকরিপ্রার্থীদের যাতে বেশিদিন আর রাস্তায় বসে থাকতে না হয়, সেই আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। আগামী ২২ ডিসেম্বর একদফায় ফের বৈঠক হবে। সেখানেই পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন যে চাকরি দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আদালতের নির্দেশ মতো যাবতীয় পদক্ষেপ করা হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা বলেন, “জানতে চাইলাম আমাদের নিয়োগ দেওয়ার বাধাটা কোথায়? আজ আলোচনায় দেখলাম বিভিন্ন দফতরের মধ্যে একটা মিসকমিউনিকেশন ছিল। ঠিকভাবে আইনি জটিলতা কাটানোর চেষ্টা ফলপ্রসূ হয়নি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আইনি জটিলতা কাটিয়ে দ্রুততার সঙ্গে নিয়োগ দিতে হবে।”

চাকরিপ্রার্থীরা জানান, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের ৫ হাজার ৫৭৮ জনকেই নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস পেয়েছেন তাঁরা। তাঁরা বলেন, “এই প্রক্রিয়া দ্রুততার সঙ্গে চালানোর সদিচ্ছা আমরা দেখেছি। আমরা জানতে চেয়েছিলাম কতদিনের মধ্যে আমরা নিয়োগ পাব? আগামী ১০ দিনের মধ্যেই কী হল তা জানানো হবে। ২২ তারিখ এখানেই আমাদের বৈঠক হবে।”

চাকরি প্রার্থীরা জানান, নিয়োগে যা যা জটিলতা আছে, সমস্তটাই কাটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল সার্ভিস কমিশন ও শিক্ষা দফতর এই সমস্যার সমাধান করবে। আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা। তাঁরা বলছেন, এই জটিলতা কাটলে ভাল কিছুই অপেক্ষা করছে। যাঁরা যোগ্য, চাকরি তাঁরা পাবেই, সেই আশ্বাস পেয়েছেন বলে জানালেন এদিনের বৈঠক শেষে।