‘কোনও দুর্নীতি হয়নি’, কলকাতা ফিরে স্পষ্ট-দাবি SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের

নিউজ ডেস্ক: বাগডোগরা থেকে কলকাতায় পৌঁছলেন SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। কলকাতায় নেমেই তাঁকে পড়তে হয় সংবাদ মাধ্যমের সামনে। ‘তাঁর সময়ের দুর্নীতি’ নিয়ে সেই ভিড়ের মাঝে যখন তাঁকে প্রশ্ন করা হয়, তিনি তাঁর ঘাড় নেড়ে জানান, “নট্ ইভেন আ সিঙ্গেল”। এরপর স্বভাবতই প্রশ্ন ওঠে, তবে কেন তার উপর সিবিআইয়ের এই আক্রমণ। যার উত্তরে তিনি বলেন,” সিবিআই, সিবিআইয়ের কাজ করছে”।

বুধবার টানা ১০ ঘন্টা টানা সিবিআই জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালেই বাগডোগরা বিমানবন্দরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। সস্ত্রীক, বিমানবন্দরে আসেন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। যদিও তাঁর কলকাতা ফিরে আসার কারন এখনও স্পষ্ট নয়। তবে বুধবারের সিবিআই জেরার পরই সুবীরেশ ভট্টাচার্যের কলকাতায় আসার সঙ্গে বিশেষ যোগসূত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

সকাল ৯ টা নাগাদ সস্ত্রীক সুবীরেশ ভট্টাচার্যকে তাঁর আবাসন থেকে বেরোতে দেখা যায়। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে যাননি। সস্ত্রীক সোজা গাড়িতে উঠে বাগডোগরা বিমানবন্দরের দিকে রওনা দেন। নিজের আবাসন থেকে বেরিয়ে বা বিমানবন্দরে ঢোকার সময় সাংবাদিকদের একপ্রকার এড়িয়ে যান সুবীরেশ ভট্টাচার্য।

আরও পড়ুন: SSC প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশের বাঁশদ্রোণীর ফ্ল্যাট সিল! সিবিআইয়ের নজরে উপাচার্য

প্রসঙ্গত, সুবীরেশ ভট্টাচার্য ৪ বছরের বেশি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে প্রাক্তন বিচারপতি আর কে বাগের কমিটির দেওয়া রিপোর্টে জানানো হয়, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। বাগ কমিটির রিপোর্টেও উল্লেখ ছিল সুবীরেশের নাম।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *