সৃষ্টি ধর ঘোষ : বেশ কিছু দিন ধরে বিশ্ব শেয়ার বাজারে একটা পতনের প্রবণতা চলছিল এবং শেয়ার বাজার খুব খারাপ হয়ে গেছে বিনিয়োগ কারীদের জন্য। যারা ট্রেডার তারা আশা করি ভালো লাভ করেছে বাজার থেকে। বিগত কয়েক দিন হলো বাজার আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। বিশ্ব শেয়ার বাজারের প্রমুখ ইনডেক্স Dowjones Inds avag trend পরিবর্তন করার তৈরি করছে। এই মুহূর্তে বেশিরভাগ ইনডেক্স একটা range bound অবস্থায় রয়েছে। ভারতীয় শেয়ার বাজারের অবস্থাটা বিশ্ব বাজারের তুলনায় অনেক ভালো কিন্তু range bound অবস্থাতেই রয়েছে। যদি বাজার ১৭৪৩০ এই লেভেল টা ভেঙে দেয় তাহলে ভারতীয় শেয়ার বাজার আবার একটা short term uptrend এর দিকে যেতে পারে। যদি বাজারে এই টা ঘটে তাহলে আমি ছোট বিনিয়োগ কারীদের আবার পুনরায় লগ্নি করার কথা বলতে পারি। যারা ট্রেডার তাদের ট্রেডিং স্ট্রাটেজি পরিবর্তন করতে হবে এবং selling এর জায়গায় buying করে কাজ করার কথা ভাবতে হবে।
DISCLAIMER :
www.ChartTrading.In is an educational website for traders and investors. This update is an
information service only .The author shall not be liable for any loss or profit or any other
commercial damages, including but not limited to special, incidental, consequential, or other
damages.
S. D. Ghosh
www.charttrading.in
শেয়ার বাজার নিয়ে এই মতামত লেখকের নিজস্ব। ইউএন লাইভ নিউজের নয়। লগ্নিকারিদের প্রতি অনুরোধ তারা যেন সব তথ্য যাচাই করেই লগ্নি করেন।
Leave a Reply