rain

Weather Forecast: অস্বস্তিকর গরম থেকে মুক্তি! আগামী দুদিনে কি দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি?

ইউ এন লাইভ নিউজ: অসহ্যকর ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। শনিবার বিকেল থেকে ঝড়বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। কমবে তাপমাত্রার পারদ। আর কিছুদিনের মধ্যেই বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

মৌসম ভবন সূত্রে খবর, শনিবার পশ্চিমের পাঁচ জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি ছিল। দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তিকর গরম বজায় থাকলেও অন্যান্য জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে আরও কমতে চলেছে তাপমাত্রা।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে? এই প্রশ্ন এখন আমজনতার মধ্যে। মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রবেশ করবে বর্ষা। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ ও দক্ষিণবঙ্গে ঢুকবে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বর্ষা ঢুকতে পারে।