ইউ এন লাইভ নিউজ: টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সনোজ মিশ্র পরিচালিত ছবি “দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল”। এবার এই ছবি নিয়েই সরব হয়েছেন কুণাল ঘোষ। যদিও এই ছবি রাজ্যের কোনও সিনেমা হলে দেখা যায়নি। কিন্তু অন্যান্য রাজ্যে ভালই চলছে এই মুক্তিপ্রাপ্ত ছবিটি। এবার এই প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, “নিজেদের প্রয়োজনে কিছু শিল্পী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন, ছবিও তোলেন। কিন্তু শাসকদলের দুঃসময়ে তাঁরা বেপাত্তা! ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’-এর পাল্টা ছবি কেন টলিউডে তৈরি হবে না?”
এবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন কাঞ্চন মল্লিক। অভিনেতা জানান “ছবিটা দেখিনি। তবে বাংলাকে কলঙ্কিত করতে কোনও ছবি হলে নিশ্চয় কথা বলব। পদের জন্য নয়। সাধারণ নাগরিক হিসাবে বলব।” এ প্রসঙ্গে হরনাথ চক্রবর্তী জানান, “আমিই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ছবি বানিয়েছিলাম। বাম নেতারা অনেক জায়গায় সেই ছবি মুক্তি পেতে দেননি। তার পরেও ছবি দুটো বাম্পার হিট হয়। আমি আবারও মুখ্যমন্ত্রীকে নিয়ে ছবি বানাতে ইচ্ছুক। কিন্তু বাণিজ্যিক ছবি বানাতে যে খরচ বা সময় লাগে, সেই সব এখন অত্যন্ত কঠিন ব্যাপার।” তবে টলিউডের কিছু ব্যক্তিত্বকে ‘সুবিধাবাদী’ তকমা দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যখনই প্রয়োজন পড়বে তখনই টলিউডকে পাশে পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।