নিউজ ডেস্ক:নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এর মধ্যেই বৃহস্পতিবার ১৮ মিনিটের ব্যবধানে দুটি মন্তব্য। প্রথমটি কুণাল ঘোষের ট্যুইট, দ্বিতীয়টি কলকাতা হাইকোর্টে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য। যার মূল বক্তব্য বাম জমানায় পার্টি কর্মীদের চিরকুটে চাকরির সুপারিস। এরপরেই ব্যাপক শোরগোল পড়েছে। এই আবহে এবার মুখ খুললেন বাম আমলে মন্ত্রীত্ব সামলানো রেজ্জাক মোল্লা।
বাম আমলে যে চিরকুটে চাকরির সুপারিশ হয়েছে একথা কার্যত মেনে নিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, বাম আমলে এরকম দুর্নীতি হয়নি। কোনও শিক্ষিত ছেলে যদি দলের হোল টাইমার হত, সেক্ষেত্রে চেষ্টা করা হত তাঁর স্ত্রী বা পরিবারের কাউকে চাকরি দেওয়ার। কারণ হোলটাইমারের ২-৩ হাজার টাকায় সংসার চলে না।”
পাশাপাশি তিনি এও বলেন, এখনকার মতো এত দুর্নীতি হয়নি। তবে বাম আমলে সুপারিশে যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা সে বিষয়ে কিছু বলেননি রেজ্জাক মোল্লা। তিনি আরও বলেন, একটা সময়ে সিপিএম ছিল আন্দোলন নির্ভর। পরে দেখলাম দলটা সরকার নির্ভর হচ্ছে। তাই সরে আসতে শুরু করলাম।”
Leave a Reply