British Prime Minister: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে কে? `বরিস’ প্রত্যাবর্তন ভাবাচ্ছে সুনককে

নিউজ ডেস্ক: ব্রিটেনের বর্তমান অর্থনীতির টালমাটাল অবস্থায়, একপ্রকার দিশেহারা হয়েই ইস্তফা দেন প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পদ খোয়ানোর জন্য কিছুটা দায়ী করেছিলেন প্রাক্তন অর্থমন্ত্রীকে। তবে, এবার কি প্রধানমন্ত্রিত্বের দৌড়ে বরিস জনসনের বিরুদ্ধে লড়তে হবে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকে? টেমসের তীরে বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে এই জল্পনা। সূত্রের খবর, ৩৫৭ জন এমপি মধ্যে অন্তত ১০০ জন সাংসদের সমর্থন রয়েছে ঋষির দিকে। আবার, লন্ডনের ১০ নং ডাউনিং স্ট্রিটে বরিসকে ফেরাতে চাইছেন বর্তমান মন্ত্রিসভার ছয় সদস্য।

অন্যদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে হাউস অব কমন্সের নেত্রী পেনি মর্ডন্ট, প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এবং আরও এক ভারতীয় বংশোদ্ভূত সদ্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানও রয়েছেন। এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদেড় নামও রয়েছে এই তালিকায়।

২০১৯ থেকে চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। তাঁর মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনক। কিন্তু ৫ জুলাই ঋষি ইস্তফা দেওয়ার পরই বরিসকে সরে যেতে হয়েছিল। ওই সময় বরিসের মন্ত্রিসভার একাধিক সদস্যও পদত্যাগ করেছিলেন। বরিস ইস্তফা দেওয়ার পর নেতা নির্বাচন করতে দলের মধ্যেই ভোটাভুটি করেছিল কনজারভেটিভ পার্টি। ৩৫৭ জন এমপিদের পাঁচ দফার ভোটে এগিয়ে থেকেও চূড়ান্ত দফায় হারতে হয় সুনককে।

সেই কারণেই ঋষি সুনকের বদলে মনে-প্রাণে সমর্থন জানিয়েছিলেন লিজ ট্রাসকে। সমর্থন পেয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন লিজ, কিন্তু তার পদের স্থায়িত্ব হল মাত্র ৪৫ দিন। ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে লিজ ট্রাস ইস্তফা দিতেই নতুন করে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর লড়াই। এই লড়াইয়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনই। সূত্রের খবর, নির্বাচনের প্রস্তুতি শুরু হতেই, ঋষি সুনককে প্রধানমন্ত্রীর গদির দৌড় থেকে সরে দাঁড়াতে বললেন বরিস জনসন। ফের যেন তাঁকেই প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়, এমনটাই আর্জি জানিয়েছেন বরিস।

আরও পড়ুন: ‘সবুজ’ বাজি কী? দীপাবলির আগে ধন্দে বাজি ক্রেতা থেকে বিক্রেতা

ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি যথেষ্ট খারাপ। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা আইএমএফের কাছে ঋণ চাইতে যেতে পারেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্তা-ব্যক্তিরা, এই সম্ভাবনাও প্রবল। এই অবস্থায় কে প্রধানমন্ত্রীর গদিতে কে বসবেন, সেই নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে।

আরও পড়ুন: দীপাবলিতে বড় চমক! ট্রাফিক নিয়ম ভঙ্গে দিতে হবে না জরিমানা!

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *