ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে প্রথম ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক

নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। দীপাবলির রাতেই হল বড় ঘোষণা। ব্রিটেনের রাজনৈতিক মহলে পরতে পরতে চমকের পর এবার প্রধানমন্ত্রীর মসনদ দখল করলেন ঋষি সুনক। পেনি মরড্যান্টকে পরাজিত করে ইতিহাস গড়লেন ঋষি। প্রথমবার ব্রিটেনের মসনদে বসলেন কোনো ভারতীয় বংশোদ্ভুত।

দেশের অর্থনীতির উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন ঋষি সুনক। সূত্রের খবর, ব্রিটেনের অন্তত ১৪০ জন এমপির সমর্থন ছিল ভারতের জামাইয়ের সঙ্গে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম ১০০ জনের সমর্থন প্রয়োজন, সেই তুলনায় অনেকটাই বেশি সমর্থন পেয়েছেন তিনি।

লিজ ট্রস বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ফলে ফের শুরু হয় নির্বাচনের প্রক্রিয়া। প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেক নাম থাকলেও এগিয়ে ছিল ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক ও প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম। কিন্তু বরিস জনসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা করতেই জয়ের পথ প্রশস্ত হয় ঋষির।

আরও পড়ুন : দীপাবলি, ট্যুইটে শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *