Ritabhari Chakraborty

Ritabhari Chakraborty: ‘বহুরূপী’র সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ভেতরের ‘গিরগিটি’র সম্বন্ধে স্পষ্টবাদী ঋতাভরী

ইউ এন লাইভ নিউজ: আরজি কর ঘটনার পর অভিনেত্রীদের তরফে শেষ কিছুমাসে যে তৎপরতা দেখা গিয়েছে, সেটি প্রসংশার যোগ্য। আরজি কর কান্ডের প্রতিবাদে যেভাবে সরব হয়েছেন অভিনেত্রীরা, এমনকি টলিউডের নানা কান্ড সামনে আসছে। পরিচালক থেকে প্রযোজক একের পর এক নাম উঠে আসছে টলিউডের মধ্যে থেকে। অভিনেত্রীরা নিজেদের নিগ্রহের কথা সাফ জানাচ্ছেন প্রকাশ্যে। তাঁরা অভিযোগ দায়ের করার পাশাপাশি এমনও বলছেন, যে অনেকেই সামনে আসতে চান, কিন্তু আজও এই অ্যাটেনশন পার করে, এগিয়ে আসতে পারবেন না।

ঋতাভরীই একমাত্র অভিনেত্রী প্রথম যিনি মাননীয়া মুখ্যমন্ত্রীর নজর আকর্ষণ করে চিঠি লিখেছিলেন। তাঁকে জানিয়েছিলেন যে, এই ইন্ডাস্ট্রিতে মুখোশের আড়ালে যত মুখ, তাঁরা কেবলই মেয়েদের মাংস ও রক্তের দলা ছাড়া কিছুই বোঝেন না। আর এবার নিজের ছবির এক সাংবাদিক সাক্ষাতকারে তিনি বলছেন, ইন্ডাস্ট্রিতে বহুরূপী আছে কি না? শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের নতুন ছবিতে আবির চট্টোপাধ্যায় এর বিপরীতে দেখা যাচ্ছে তাঁকে।

প্রশ্ন, ছিল ইন্ডাস্ট্রিতে বহুরূপী রয়েছে? আর পরিপ্রেক্ষিতে তিনি বলছেন “এই ইন্ডাস্ট্রিতে বহুরূপী না, বরং গিরগিটি রয়েছে। এই নিয়ে শুরু করলে, আর শেষ হবে না। তাঁর থেকে আগে এগিয়ে যাওয়া উচিত।” এখানেই শেষ করলেন না। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, যে তিনি কি নিজের জন্যই আওয়াজ তুললেন, নাকি আরও বাকিদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেই একাজ করলেন? উত্তরে অভিনেত্রী বললেন, “আমি জানো তো, গার্লস গার্ল। কেন বলছি? তাঁর একটা কারণ রয়েছে। আমি মেয়েদের পাশে দাঁড়াতে ভালবাসি। ইন্ডাস্ট্রিতে যখন যার বিপদ হয়েছে তখন কিন্তু আমি তাঁর সঙ্গে থেকেছি। এবং একটা কথা আজ বলছি, যখন নুসরত জাহানের পাশে কেউ থাকেনি, তখন আমি ছিলাম। আমি ওকে বোন বলেছিলাম। সুতরাং, সেই কথাটা কিন্তু আমি রেখেছিলাম।”