Rituporna Sengupta

Ration Distribution Case: রেশন দুর্নীতিকাণ্ডে তদন্তকারীদের পর্যবেক্ষণে ঋতুপর্ণা সহ আরও ৫০ জন!

ইউ এন লাইভ নিউজ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গেছে, শুধু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তই নয়, রেশন বণ্টন দুর্নীতি মামলায় অন্তত আরও ৫০ জন ব্যক্তি তদন্তকারীদের তদন্তের অধীনে রয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্র মারফত জানা গিয়েছে, ৫০ জন তাদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন, তাদের কাছে পরোক্ষভাবে রেশন ‘দুর্নীতি’র টাকা যাওয়ার আভাস পাওয়া গিয়েছে। এটি নিশ্চিত করার জন্য, তদন্তকারীরা সন্দেহভাজনদের ব্যাঙ্কের নথি এবং অন্যান্য রেকর্ড পরীক্ষা করছেন। যদি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে, ইডি সূত্রে খবর।

এর আগে, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জুন ঋতুপর্ণাকে সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে তলব করা হয়েছিল। তবে ওই তারিখে তিনি উপস্থিত হননি। সূত্রের খবর বিদেশে থাকার কারণে ইডির তলবে তিনি হাজিরা দিতে পারেননি এবং তিনি ইডি আধিকারিকদের ইমেলের মাধ্যমে সেই কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর অভিনেত্রীকে পরে একবার যদি দফতরে যেতে বলা হয়েছে। তদন্তকারীরা রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া একজন অভিযুক্তর সাথে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছেন বলে ইডি আধিকারিকরা দাবি করেছেন। যদিও ইডি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি, তবে সুতো মারফত জানা যায় যে ঋতুপর্ণাকে এই আর্থিক লেনদেনের ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছিল যেখানে প্রায় কোটির অঙ্কের আর্থিক লেনদেন হয়েছিল।

ইডির এই তলবের প্রসঙ্গে ঋতুপর্ণা এক সংবাদ মাধ্যম কে জানান, ‘রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনও সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম।’ এমনকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি। উল্লেখযোগ্যভাবে, রেশন দুর্নীতির মামলায়, ইডি ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবং রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসক দলের সাথে জড়িত অন্যান্যদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।