ইউ এন লাইভ নিউজ: রেশন দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করেছিল। আগের সমনের জবাব না দিলেও বুধবার তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে এসে হাজির হন। দুপুর ১টার দিকে তার গাড়ি সিজিও চত্বরে পৌঁছায়। যদিও অভিনেত্রীর ইডির দফতরে পৌঁছানোর আগেই তার হিসাবরক্ষক সেখানে পৌঁছে যায়। একজন ইডি আধিকারিক দাবি করেছিলেন যে তদন্তকারীরা ঋতুপর্ণা এবং রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ব্যক্তির মধ্যে আর্থিক লেনদেনের তথ্য হাতে পেয়েছে। যদিও ইডি আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সূত্রের খবর, ঋতুপর্ণার মালিকানা তালিকাভুক্ত একটি সংস্থার সঙ্গে প্রায় কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। ইডি ঋতুপর্ণাকে এই লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তলব করেছে।
বুধবার, ঋতুপর্ণার হিসাবরক্ষক জানিয়েছিলেন যে ইডি অভিনেত্রীর কাছ থেকে কিছু আর্থিক হিসাব চেয়েছিল যা অভিনেত্রীর হিসাবরক্ষকেরই তত্ত্বাবধানে আছে। অতএব, হিসাবরক্ষকেরই সুবিধা হবে হিসাব বুঝিয়ে দিতে তাই তিনি এসেছেন। যদিও ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী পরে সিজিও তে আসবেন। সেই অনুযায়ী দুপুর ১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন ঋতুপর্ণা।
এর আগে, ৫ জুন, ঋতুপর্ণাকে ইডি তাদের সিজিও কমপ্লেক্সে রেশনদুর্নীতি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। তবে ওই দিন তিনি হাজির হননি। সূত্রের খবর তিনি তখন বিদেশে ছিলেন এবং ইডি আধিকারিকদের সেই কথা তিনি ইমেলের মাধ্যমে জানিয়েওছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, ইডি দফতরে তখন তাকে আবার পরে যেতে বলা হয়। তবে সেই কথা মতো বুধবার ইডি দফতরে অভিনেত্রীর পৌঁছানোর আগেই তার হিসাবরক্ষকের যাওয়া নিয়ে শুরু হয় জল্পনা। তবে হিসাবরক্ষক পরে বলেন, ‘‘উনি নিজে যেহেতু হিসাবের বিষয়টি দেখেন না, তাই আমি এ ব্যাপারে সাহায্য করতে এসেছি।’’
Leave a Reply