Rituparna Sengupta

৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত, কেন ইডি জেরার পরেই টাকা ফেরত অভিনেত্রীর?

ইউ এন লাইভ নিউজ: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড় নিলো তদন্ত! ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গত কয়েকদিন আগেই তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর এই জেরার কিছু দিন পরেই টাকা ফেরত দিতে চেয়ে ইডির কাছে ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে অভিনেত্রী। যদিও দীর্ঘ জেরা শেষে অভিনেত্রী জানান, রেশন দুর্নীতি মামলায় তিনি কোনও ভাবেই জড়িত নন। যে সমস্ত নথি তদন্তকারী আধিকারিকরা চেয়েছিলেন তা জমা দিয়েছেন।

রেশন দুর্নীতি মামলায় যুক্ত নেই দাবি করেও তবে কিসের টাকা ফেরত দেওয়ার কথা বলছেন অভিনেত্রী? আর জেরার পরেই টাকা ফেরতে নিয়ে উঠছে প্রশ্ন? যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। রেশন দুর্নীতি মামলায় ধৃতদের ব্যাংক স্টেটমেন্ট সহ নথি খতিয়ে দেখেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর তা খতিয়ে দেখতে গিয়েই জানতে পৰ যায় ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থার অ্যাকাউন্টে দুর্নীতির মোটা অঙ্কের টাকা গিয়েছে। সেই বিষয়ে জানতে ব্যাঙ্কের নথি চেয়ে ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তদন্তকারীরা তাঁকে জেরা করেন।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানান রেশন দুর্নীতির সঙ্গে তার কোনও ভাবে যোগ নেই। এমনকি যে টাকা তার সংস্থায় পৌঁছেছে সেটা দুর্নীতির টাকা কিনা সেই সম্পর্কেও তিনি জানতেন না বলে জানান তিনি। জেরায় অভিনেত্রী বেশ কিছু নথি জমা দেন। আর তা দিয়ে তিনি জানিয়েছেন, ৬০ লক্ষ টাকা ২০১৩ সালে তাঁর সংস্থায় গিয়েছিল। আর তা যায় ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। যদিও ২০ লাখ টাকা ২০১৫ সালের মধ্যে ফেরত দিয়ে দেন বলেও তদন্তকারী আধিকারিকদের জানান টলিউডের এই অভিনেত্রী। এমনকি দীর্ঘ জেরায় এক ব্যক্তির নামও সামনে আসে। যিনি রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, সম্ভবত ওই ব্যক্তির হাত দিয়েই মোটা টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে। মূলত একটি হিন্দি ছবি তৈরির জন্য সেই টাকা এসেছিল বলে দাবি করেছেন অভিনেত্রী। এই সমস্ত বিষয় যখন ইডির হাতে চলে যায় সেই সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছে তদন্তকারীদের কাছে। যদিও ইডির পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি ঋতুপর্ণা সেনগুপ্তকে।