বিদেশের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে সন্তোষ ট্রফির সেমি ফাইনাল এবং ফাইনাল

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবলে এক গৌরব উজ্জ্ববল ইতিহাস লিখতে চলেছে সন্তোষট্রফি। প্রথমবার দেশের বাইরে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশিপ। সন্তোষট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের রিয়াদ কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। বুধবার সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব এবং মেঘালয়। দ্বিতীয় ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে মাঠে নামছে সার্ভিসেস। ৪ তারিখ রয়েছে ফাইনাল ম্যাচ।

মেঘালয়ের প্রধান কোচ খলাইন সায়েমলিহ বলেছেন, খেলোয়াড়দের প্রত্যেকেই সেমিফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাঁর দলের ছেলেদের ভিন্ন ধরনের অভিজ্ঞতা হবে।

পাঞ্জাবের প্রধান কোচ হরপ্রীত সাইনি দাবি করেছেন, সন্তোষ ট্রফির এই টুর্নামেন্টটি খেলোয়াড়দের সামগ্রিক দক্ষতার বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সার্ভিসেসের প্রধান কোচ এমজি রামচন্দ্রন রিয়াদে আসার পর উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, “ঐতিহাসিক টুর্ণামেন্টের অংশ হতে চেয়েছিল পুরো দল। নকআউট পর্বে আমরা আমাদের সেরা পারফরম্যান্স দিতেই এখানে এসেছি।” ফাইনালে জিতে ট্রফি নিয়ে নিয়ে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।

কর্ণাটকের প্রধান কোচ রবি বাবু রাজু বিশ্বাস করেন যে আমরা উপসাগরীয় দেশটিতে খেলতে পেরে সন্তুষ্ট, এবং এটি প্রথমবারের মতো যে কোনও সন্তোষ ট্রফি ম্যাচ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। অতএব, এই ঐতিহাসিক মুহুর্তে, এটি শুধুমাত্র ফুটবলে মনোনিবেশ করার সময়।