মাথায় বন্দুক ঠেকিয়ে মহিলা আইনজীবীকে গণধর্ষণ, অভিযুক্ত আরজেডি বিধায়ক

নিউজ ডেস্ক: মুখ খুললেই খুন করা হবে। এমনই হুমকি দিয়ে এক মহিলা আইনজীবীর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল নীতীশ কুমারের রাজ্যে। জানা গেছে প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব যাদব এবং সিনিয়র আইএএস আধিকারিক সঞ্জীব হংস এক মহিলা আইনজীবীর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করেন। এমনকি ওই মহিলাকে শারীরিক নির্যাতনের ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি ধর্ষণের অভিযোগ দায়ের হলেও ঘটনাটি ঘটেছে বেশ কয়েক বছর আগে। নির্যাতিতা আইনজীবী অভিযোগ করেছেন, ২০১৭ সালে এক সিনিয়র আইনজীবীর সঙ্গে দেখা করতে গিয়ে বিধায়ক গুলাবের সঙ্গে আলাপ তাঁর হয়। বিধায়ক তাঁকে টোপ দেন, রাজ্য মহিলা কমিশনের সদস্য করে দেবেন। যদিও আইনজীবীকে বন্দুক দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: ভূস্বর্গে ভয়াবহ দুর্ঘটনা, সেনার গাড়ি খাদে, মৃত ৪ জওয়ান

২০১৭ সালে প্রাক্তন আরজেডি বিধায়ক গুলাব, পুনেতে আইএএস আধিকারিক সঞ্জীবের সঙ্গে পরিচয় করিয়ে দেন ওই আইনজীবীর। মহিলাকে মাদক খাইয়ে বেহুঁশ করে দু-জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। মহিলা আইনজীবী অভিযোগ, ধর্ষণের ভিডিও বানান গুলাব ও সঞ্জীব। সেই ভিডিও ফাঁস করা হবে বলে ভয় দেখিয়ে বার বার ধর্ষণ করা হয় তাঁকে। এমনকী মুখ খুললে খুন করা হবে বলেও তাঁকে হুমকি দেওয়া হয়।

পাটনা হাইকোর্টের হস্তক্ষেপে রবিবার দানাপুর জেলা আদালতের বিচারক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়। আদালতের হস্তক্ষেপেই এফআইআর দায়ের হয়।