পর্তুগাল-৩ : ঘানা – ২
দীপঙ্কর গুহ:
কাতার বিশ্বকাপের দৌড় শুরু করে দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো । কী অদ্ভুত মিল মেসির সঙ্গে! মেসি নিজের গোলটি এই আসরে পেয়েছিলেন পেনাল্টি থেকে, রোনাল্ডোও তাই পেলেন। শুধু অমিল একটাই, মেসির দল আর্জেন্টিনা হেরেছিল – রোনাল্ডোর দল জয় দিয়ে শুরু করেছে। স্কোরলাইনই বলে দিচ্ছে, সেই জয় সহজে আসেনি। তারই মধ্যে সি আর সেভেন বিশ্বকাপ ইতিহাসে নাম লিখিয়ে ফেললো।
তিনি হলেন বিশ্বের প্রথম ফুটবলার যিনি টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে। সেই ম্যাচ খেলতে নেমে বল দখল ও আক্রমণে বিচারে ম্যাচে এগিয়ে ছিল পর্তুগাল। কিন্তু গোলের দেখা মিলতে দ্বিতীয় অর্ধ পর্যন্ত অপেক্ষা করতে হল। ম্যাচের বয়স তখন ৬৫ মিনিট। ঘানার ডি-বক্সের ভেতরে রোনাল্ডোকে অবৈধভাবে বাধা দিতেই ফাউলের বাঁশি বাজান রেফারি। মেলে পেনাল্টি। ঠাণ্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন দলনেতা রোনাল্ডো। তাতেই বিশ্বকাপ ইতিহাসে নাম লিখিয়ে ফেলেন তিনি।
২০০৬ জার্মানি বিশ্বকাপে প্রথমবারের খেলতে খেলেছিলেন রোনাল্ডো। সেই শুরু। তারপর – ২০১০, ২০১৪, ২০১৮ এবং এবারের ২০২২ বিশ্বকাপ। টানা ৫ বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সবমিলিয়ে বিশ্বকাপে তাঁর গোল করা সংখ্যা পৌঁছে গেল আটে।
ঘানার বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নিতে পেরেছে পর্তুগাল। আর এই জয়ের তিনটি পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পর্তুগিজরা। প্রথম ম্যাচ ড্র করায় ১ টি করে পয়েন্ট পেয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া। আর কোনো পয়েন্ট না পেয়ে ঘানা এখন গ্রুপে সকলের শেষে।
পর্তুগালের অধিনায়কটির বয়স এই ম্যাচে ছিল ৩৭ বছর ২৯২ দিন। বয়সের বিচারে তিনি হলেন দ্বিতীয় ফুটবলার যিনি বিশ্বকাপে গোল করলেন। ক্যামেরুনের রজার মিল্লা ৪২ বছর ৩৯ দিনে গোল করেছিলেন ১৯৯৪ সালে রশিয়া বিশ্বকাপে। তিনি আজ সবচেয়ে বেশি বয়সের গোলদাতা হয়ে আছেন।
কিন্তু ইউরোপীয় ফুটবলার হয়ে সবচেয়ে বেশি বয়সের গোলদাতা হয়ে গেলেন রোনাল্ডো। ১৯৫৮ সালে সুইডেনের গুন্নার গ্রেন ৩৭ বছর ২৩৬ দিনে গোল করে এই কৃতিত্বের অধিকারী ছিলেন।
সি আর সেভেন দেশের হয়ে ১১৮ তম গোলটি করলেন। আর একটি গোল বাকি। তাহলেই পর্তুগালের কিংবদন্তী ফুটবলার ইউসোবিওকে ছুঁয়ে ফেলবেন তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপে ( ইংল্যান্ডে) তিনি দেশকে তিন নম্বর স্থানে নিয়ে গিয়েছিলেন। আর নিজে বিশ্বকাপে দেশের হয়ে ৯ টি গোল করে রেখেছিলেন। যা আজ ৫৬ বছরেও অটুট।