নিয়ম রক্ষার দুর্গা পুজো: কার নামে সঙ্কল্প, জানে না বিজেপি নেতারাই!

বিশেষ রাজনৈতিক সংবাদদাতা : এবার কি বিজেপির নিয়ম রক্ষার দুর্গা পুজো। নমো নমো করে আরাধনা হবে মা দুর্গার। গেরুয়া শিবির সূত্রে অন্তত তেমনটাই খবর। পুজো শুরু করলে পর পর তিন বছর পুজো করতে হয়। শাস্ত্রীয় সেই রীতি মেনেই তৃতীয়বারের নিয়মরক্ষার দুর্গাপুজো ইজেডসিসিতে করবে রাজ্য বিজেপি। এ প্রসঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পুজো হবে। তবে তা নিয়ে এখনও আমরা আলোচনা করিনি। সাংস্কৃতিক সেলের সঙ্গে এ নিয়ে কথা বলে সব ঠিক করা হবে।’ গেরুয়া শিবিরের হাবেভাবেই স্পষ্ট, নিতান্তই বাধ্যবাধকতা থেকেই এবার দুর্গাপুজোর আয়োজন করবে রাজ্য বিজেপি।

ঘটনা হলো প্রথম বছরের দুর্গাপুজোর যাঁরা মূল উদ্যোক্তা ছিলেন মুকুল রায়, সব্যসাচী দত্ত দল ছেড়েছেন। সেই সময় রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় যিনি পুজোর অনুমতি দিয়েছিলেন তিনি এখন আর এ রাজ্যের দায়িত্বে নেই। প্রথম দুই বছর পুজোর সঙ্কল্প হয়েছিল প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নামে। কিন্তু তিনি এখন আর রাজ্য কমিটিতে নেই। সুতরাং এবার পুজোর সঙ্কল্প কার নামে হবে? উত্তর এখনও অজানা।

আরও পড়ুন: নিজের ঘর থেকে উদ্ধার দেহ, তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

একুশে বঙ্গ জয় হবেই, প্রায় নিশ্চিত ছিল গেরুয়া শিবির। তাই ইজেডসিসিতে জাঁকজমকের সঙ্গে আয়োজিত হয়েছিল দুর্গাপুজোর। ভার্চুয়াল মাধ্যমে সে বার পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বিধানসভা নির্বাচনে স্বপ্নপূরণ না হওয়া বিজেপি ২০২২ সালেই নমো-নমো করে পুজো সারে। সেটুকু হওয়া নিয়েও একটা সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অনেক বিতর্কও হয়। সব শেষে বিতর্ক চাপা দিতেই পুজো হয়। এবারও ছবিটা  আলাদা নয়। নিয়মরক্ষার পুজো হবে, সম্ভবত শেষবার।

About Desk1

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *