ইউক্রেনের দখলে খারকিভ, ঘুরে যাবে কি যুদ্ধের মোড়

নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির ২৪। যুদ্ধের সাইরেন বাজিয়ে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। কয়েক ঘণ্টার মধ্যে বদলে যায় ছবি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রক্তচক্ষু ভয় দেখিয়েছিল ইউক্রেন তথা গোটা বিশ্বকে। একদিকে বারুদের গন্ধ, কান্নার রোল, অন্যদিকে, ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসার তাগিদে মানুষের সংগ্রাম, আলোড়ন সৃষ্টি করে বিশ্বজুড়ে। তবে যুদ্ধের ২০০ দিন পার করার পর, এবার ফের খারকিভ প্রদেশ আবার দখল করেছে ইউক্রেন। তবে কি এবার যুদ্ধের মোড় ঘুরবে, এখন সেই দিকেই নজর সকলের।

গত ৬ মাস ধরে একের পর এক হাতিয়ারের ব্যবহার, পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে যুদ্ধের ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। কিন্তু তা সত্ত্বেও জয়ের মুখ দেখা তো দূর, ইউক্রেন সেনাবাহিনীর সামনে টিকে থাকতেও কসরত করতে হচ্ছে রাশিয়াকে। ইতিমধ্যেই রাশিয়ার দখলে থাকা খারকিভ প্রদেশের ইজিয়াম শহরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সাময়িকভাবে খারকিভ থেকে তাদের সৈন্য প্রত্যাহার করা হয়েছে। ফলে যুদ্ধের টার্নিং পয়েন্ট এসে গেছে বলেই দাবি  বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ইউএস ওপেন; জয়ের ট্রফির সঙ্গে আর কী পেলেন চ্যাম্পিয়ন ইগা

ইউক্রেন আক্রমণ করার পর, রাশিয়ান সৈন্যরা এক সপ্তাহের মধ্যে খারকিভের ইজিয়াম শহর দখল করে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিক রুট এই ইজিয়াম শহর। কিন্তু চলতি মাসের শুরু থেকে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের ওপর আক্রমণ জোরদার করেছে এবং তারা দ্রুত এলাকা দখলের পথে অগ্রসর হচ্ছে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে, প্রতিরোধ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০০০ বর্গ কিলোমিটার (৭৭০ বর্গ মাইল) এলাকা হাতছাড়া হয়েছে রাশিয়ার।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *