বাঁধ ধ্বংস করে ইউক্রেনকে ভাসাতে চায় পুতিন, আশঙ্কা জেলেন্সকির

নিউজ ডেস্ক: ৮ মাস ধরে ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। পুতিন সরকারের আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। তাও দমানো যায়নি জেলেন্সকিকে। তাই এবার রণকৌশলে বদল আনছে পুতিন। এবার ইউক্রেনকে বন্যায় ভাসাতে চলেছে রাশিয়া, এমনই আশঙ্কার আভাস দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের আওতায় রাশিয়া এই হামলা করতে পারে। এই বাঁধ ভেঙে গেলে ইউক্রেনের ৮০টি গ্রাম ও শহর তলিয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন শহর।

ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী কাখোভকা বাঁধে হামলার মাধ্যমে ধ্বংসলীলা চালানোর চেষ্টা করছে। এই বাঁধে কোনো বিপদ হলে আশপাশের এলাকা বন্যায় তলিয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষ বিপদে পড়বে। দক্ষিণাঞ্চলে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে ইউক্রেন, বড়সড় সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে।

জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, জাপোরিজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলিং সিস্টেমও এর দ্বারা প্রভাবিত হতে পারে। এছাড়া ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে থাকা উত্তর ক্রিমিয়ান খালও ধ্বংস করতে পারে পুতিন সরকার। বাঁধ ভাঙার পাশাপাশি উত্তর ক্রিমিয়ান খাল ধ্বংসের মাধ্যমেও বিপর্যয়ের পরিস্থিতি তৈরি করতে পারে রাশিয়া।

আরও পড়ুন : ঘৃণা ভাষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ সুপ্রিম কোর্টের