ইউক্রেনকে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া

নিউজ ডেস্ক : তৃতীয় বিশ্বযুদ্ধের হুঙ্কার রাশিয়ার। ইউক্রেন ন্যাটোতে যোগ দিলেই বাজবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। রাশিয়ার এই হুঁশিয়ারিতে ভয়ে কাঁপছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল। একদিকে ক্রিমিয়ার ব্রিজে হামলার পর থেকেই যুদ্ধের ঝাঁঝ বাড়িয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হামলার কৌশল পরিবর্তন করে, ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে মনোযোগ দিয়েছে রাশিয়া। বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশের মধ্যেই এবার তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছে রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টোভ জানিয়েছেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগদান করে, তার ফলাফল ভয়ঙ্কর হবে। ন্যাটো সামরিক জোটে ইউক্রেনের যোগদান, তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজাবে। এছাড়াও হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানিয়েছেন, আমাদের মনে রাখতে হবে যে পারমাণবিক সংঘাত সমগ্র বিশ্বকে প্রভাবিত করবে। এর পরিণতি সমগ্র মানবজাতির জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে।

আরও পড়ুন: Sourav Ganguly: “কেউ একদিনে আম্বানি কিংবা নরেন্দ্র মোদি হয়ে উঠতে পারেন না”, বঞ্চনা ভুলে নিজের সাফল্য নিয়ে মুখ খুললেন মহারাজ

৩০ সেপ্টেম্বর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের ১৮% দখলের ঘোষণা করেন। এর কয়েক ঘন্টা পরেই, ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি ন্যাটো সামরিক জোটের ফাস্ট-ট্র্যাক সদস্যপদের কথা বলেন। তবে ইউক্রেন এখনও ন্যাটোর সদস্যপদ পায়নি। ইউক্রেনের জন্য পূর্ণ ন্যাটো সদস্যপদ অর্জন করা খুব একটা সহজ বিষয় নয়। কারণ সদস্যপদের জন্য ন্যাটো জোটের ৩০ জন সদস্যেরই সম্মতি প্রয়োজন।

আরও পড়ুন: টাকা নেই, চালাতে পারছি না বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারকে চিঠি ভিসির

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *