নিউজ ডেস্ক : ভারতীয় সভ্যতা পুনরুদ্ধারে বড় সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রীয় সরকারের। শুধু ভারত নয়, দেশের বাইরে অর্থাৎ বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত ধর্মীয় স্থানের সংস্কারে অর্থ বরাদ্দ করবে সরকার। কম্বোডিয়ার ঐতিহ্যশালী আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির সংস্কারে এবার টাকা দেওয়া হবে ভারতের পক্ষ থেকে। বড় ঘোষণা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
কাশীতে তামিল সঙ্গম আয়োজিত ‘সমাজ ও জাতি গঠনে মন্দিরের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় সভ্যতা শুধুমাত্র এই উপমহাদেশেই ছড়িয়ে নেই। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে এর নিদর্শন। উপরাষ্ট্রপতির সঙ্গে বিশ্বের বৃহত্তম মন্দির পরিদর্শনে গিয়েছিলাম। বর্তমানে আমরা সেই মন্দিরের সংস্কার কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ভারতীয় সভ্যতাকে পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে। এখন সরকার সেই কাজটাই শুরু করছে। যখন ভারতীয় সভ্যতার পুনরুদ্ধারে নেমেছি, তখন কিন্তু সেটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের বিশ্বজুড়ে কাজ করতে হবে। যে দেশগুলিতে ভারতীয় সভ্যতা ছড়িয়ে পড়েছিল সেখানেই শুধু তা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে এমনটা নয়।
এস জয়শঙ্কর আরও জানিয়েছেন, আমাদের পরিব্রাজক থেকে শুরু করে ব্যবসায়ীরা — বিশ্বের যেখানে যেখানে গিয়েছেন, সেখানেও ভারতীয় সভ্যতাকে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। আপনারা তো অনেকেই জানেন আমি চিনে রাষ্ট্রদূত ছিলাম। চিনের পূর্ব প্রান্তে বহু হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ দেখেছি আমি।
বিদেশমন্ত্রী জানিয়েছেন, বিদেশের এই মন্দিরগুলি আমাদের লোকেরাই প্রতিষ্ঠা করেছিলেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা সংযুক্ত আরব আমিরশাহীতে একটি মন্দির তৈরি করেছি। বাহারিনেও মন্দির তৈরির অনুমতি পেয়েছি আমরা। এমনকি ভিয়েতনামেও ভারত অনেক কাজ করছে।
আরও পড়ুন : নরেন্দ্র মোদিকে হত্যা করুন, কংগ্রেস নেতার বিতর্কিত মন্তব্যে উত্তাল রাজনৈতিক মহল
Leave a Reply