SACHIN : সচিন পুত্র চললেন ” মুম্বই টু গোয়া” 

স্পোর্টস ডেস্ক : কি অদ্ভুত মিল – সানি আর সচিনের! সুনীল গাভাস্কারের ছেলে রোহান আর সচিনের ছেলে অর্জুন। বাবারা যখন ডান হাতের ক্রিকেটার, তখন ছেলেরা বাম হাতের ক্রিকেটার! শুধু কি তাই, রোহন যেমন ১৮ বছর বয়সে, মুম্বই ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন বেশি করে প্রথম শ্রেণির ম্যাচ খেলার জন্য – সচিন পুত্র অর্জুন ছাড়তে চলেছেন সেই মুম্বই। নুতন মরশুমে  অর্জুনকে খেলতে দেখা যেতে পারে গোয়াতে। 

এই বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট বোলার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দলে আছেন গত দুই বছর। একটিও ম্যাচ খেলার সুযোগই পাননি। অর্জুন  ২০২-২১ সালে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা এবং পুদুচেরির বিপক্ষে দু’টি ম্যাচও খেলেছিলেন।

মুম্বইয়ের ক্রিকেট সূত্র থেকে জানা গেছে, অর্জুন তেন্ডুলকর ইতিমধ্যে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন। এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এই ইস্যুতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘অর্জুনের এখন নিয়মিত  প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা দরকার।  এই সিদ্ধান্তটি অর্জুনের কাজে লাগবে। আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচে নিজের দক্ষতা প্রমানের সম্ভাবনা বাড়াবে। ওঁর ক্রিকেট কেরিয়ারের একটি নতুন পর্ব শুরু হতে চলেছে।’

আজ থেকে তিনটি মরশুম আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু’টি ম্যাচ খেলেছিলেন অর্জুন তেন্ডুলকর। সে সময়ে তিনি মুম্বইয়ের সম্ভাব্য সীমিত ওভারের দলেও জায়গা পেয়েছিলেন। এখন অর্জুনের  সবচেয়ে বড় হতাশার কারণ, নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়েই আসন্ন মরশুমে মুম্বই দল থেকে বাদ পড়া।

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) এক কর্তা জানিয়েছেন যে, এবারের সম্ভাব্য ক্রিকেটারদের মধ্যে অর্জুন তেন্ডুলকরকে রাখা হতে পারে। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুরজ লটলিকার বলেছেন, ‘আমরা বাঁ-হাতি মিডিয়াম পেসার খুঁজছি এবং অলরাউন্ডারও।  এমন মিডল অর্ডারের খোঁজে আমরা আছি, যিনি ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই আমরা অর্জুন তেন্ডুলকরকে গোয়া দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সাদা বলে কয়েকটি  ট্রায়াল ম্যাচ খেলব।  এবং তাঁকে সেই গেমগুলিতে খেলতে দেখা । নির্বাচকেরা তার পরে তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’