ইউ এন লাইভ নিউজ ডেস্ক: গঙ্গাসাগরে যাওয়ার সময় তিন সাধুর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ। এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই সরগরম পশ্চিমবঙ্গ। গঙ্গাসাগরগামী তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি। শনিবারও সেই ঘটনার রেশ অব্যাহত। আক্রান্ত তিন সাধুকে নিয়ে ঘটনার প্রতিবাদ জানালো বিজেপি। উপস্থিত ছিলেন পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁদের দাবি, এই ঘটনায় শাসকল তৃণমূলের হাত রয়েছে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার কাশীপুর থানার গৌরাঙ্গডি গ্রামে। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ওই তিন সাধুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে।
উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা তিন সাধু একটি গাড়ি ভাড়া করে গঙ্গাসাগরের উদ্দেশে বেরিয়েছিলেন। রাস্তায় রাঁচীর জগন্নাথ মন্দির দর্শন করে তাঁরা এসে পৌঁছন পুরুলিয়ার কাশীপুরে। বৃহস্পতিবার দুপুরে সেখানে রাস্তার ধারে গাড়ি রেখে খাওয়াদাওয়ার আয়োজন করছিলেন। অভিযোগ এতেই এলাকায় রটে যায় সাধুরা নাবালিকা অপহরণ করার চেষ্টা করছেন। এরপরই স্থানীয়রা ওই তিন সাধুর উপর চড়াও হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় সাধুদের সঙ্গে থাকা গাড়ির চালক এবং রাঁধুনিকেও।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধুদের উদ্ধার করে কাশীপুর থানায় নিয়ে যায় পুলিশ। আক্রান্ত সাধুদের দাবি, তারা গঙ্গাসাগর যাওয়ার পথে গৌরাঙ্গডি মোড়ে নেমেছিলেন। সেখানে কয়েকজন তাদের টাকা দিয়ে সেবা করেন। পরে সেখানকার একটি ইট ভাটায় কিছু দান দক্ষিণা নিতে গিয়েছিলেন। ওই সময় তিন তরুণীকে পথ জানার জন্য জিজ্ঞেস করার জন্য ডেকেছিলেন। কিন্তু ভাষাগত সমস্যার জন্য তারা ভুল বুঝে ভয়ে পালিয়ে যায়। তারপর আচমকা তাদের গাড়ি আটকে ভাঙচুর চালায় ওই এলাকার অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এদিকে, শুক্রবার রাতে থানায় হাজির হয়ে ওই তিন সাধুকে নিজের বাড়িতে নিয়ে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার তিন সাধুকে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা করানো হবে বলে জানিয়েছেন তিনি। সাধুদের উপর আক্রমণের ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।
পুলিশ সূত্রের খবর, যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই হিন্দু।
1) Sunil Bauri (33 Years) S/O Lt Nepal Bauri of village Gourangdih,
(2) Bimal Kaibartya (26 Years) S/O Sudhir Kaibartya of Gourangdih, (3) Anil Kaibartya (50 Years) S/O Lt Amulya Kaibartya of Gourangdih, (4) Hiralal Paramanik (53 Years) S/O Sankar Paramanik of village – Babirdih,
(5) Paltu Haldar (42 Years) S/O Tarapada Haldar of Gourangdih,
(6) Rajesh Haldar (26 Years) S/O Sastipada Haldar of village Gourangdih,
(7) Mihir Kaibartya (36 Years) S/O Debu Kaibartya of village Babirdih,
(8) Malay Dey @ Biswanath (42 Years) S/O Manik Ch Dey of village – Gourangdih,
(9) Rajkumar Haldar (53 Years) S/O Lt Purna Chandra Haldar of village – Gourangdih,
(10) Ananta Haldar (45 Years) S/O Radharaman Haldar of Gourangdih, (11) Taraknath Haldar (45 Years) S/O Lt Anadi Prasad Haldar of village – Gourangdih,
(12) Meghnath Dey (37 Years) S/O Manik Ch Dey of village – Gourangdih, all of under Kashipur PS, Dist – Purulia
Leave a Reply