নিউজ ডেস্ক: তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে দ্বিতীয়বার গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে জামিন দিল কোর্ট। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারপতি তাঁর জামিন মঞ্জুর করেছেন। এই ঘটনায় টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে।
গুজরাট বিধানসভা নির্বাচন চলাকালীন তিনদিনের মধ্যে দুবার গুজরাট পুলিশ গ্রেফতার করে তৃণমূলে জাতীয় মুখপাত্রকে। তখন গুজরাটে আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর রয়েছে। পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণের ভার নির্বাচন কমিশনের হাতে। স্বাভাবিকভাবেই এমন সময় সাকেতের গ্রেপ্তারিতে ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ‘দুর্নীতির আঁতুর ঘর এসএসসি অফিস’, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের
সাকেতের পাশে দাড়াতে শুক্রবার সকালেই মোরাবি পৌঁছেছে তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল। সাংসদদের ওই প্রতিনিধি দলে রয়েছেন, রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং শান্তনু সেন। লোকসভার তিন সাংসদকেও পাঠানো হয় গুজরাটে। এদিন সাকেতকে আদালতে পেশ করা হলে তাঁর জামিন মঞ্জুর করা হয়। মোরবি সেতু বিপর্যয় নিয়ে টুইট করার দায়ে সাকেতকে কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করে গুজরাট পুলিশ। এদিন জামিন পেলেন তিনি। তবে গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই ব্যাখ্যা করেছে তৃণমূল কংগ্রেস।
Leave a Reply