ইউ এন লাইভ নিউজ: রাজ্যে ২০২৪এর লোকসভা নির্বাচনের দু দফা ভোট শেষ হয়েছে। মঙ্গলবার চলছে তৃতীয় দফার ভোট। দু দফার ভোটে সেভাবে অশান্তি চোখে পড়েনি তবে তৃতীয় দফাতেই শুরু হয় অশান্তি। মুর্শিদাবাদে রাত থেকেই অশান্তি চরমে ওঠে। রাত থেকে ডোমকলে বোমা হামলা শুরু হয়ে সকাল পর্যন্ত চলে। অশান্তি রুখতেই, মুর্শিদাবাদের সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সেলিম ময়দানে নামেন। তিনি ভোটকেন্দ্র থেকে একজন প্রতারক অর্থাৎ ভুয়ো এজেন্টকে কলার ধরে বের করে দেন। এই ঘটনা সত্ত্বেও, শাসক দল অশান্তির অভিযোগ অস্বীকার করে।
সিপিএম প্রার্থী সেলিম প্রথম খবর পান যে রাণীনগরের ৩৪ নম্বর বুথ থেকে একজন সিপিআই(এম) এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। মার্ খেয়ে সেই এজেন্ট কলাবাগানে লুকিয়ে পড়েন। পরে, সেলিম ইসলামপুর এলাকার গোপীনাথপুরের একটি ভোটকেন্দ্রে পৌঁছান, যেখানে তিনি গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্র থেকে একজন ভুয়ো এজেন্টকে কলার ধরে বের করে দেন। পরে সেই প্রতারক এজেন্টকে গ্রেফতার করা হয়। এরপরেই পাহাড়পুর পঞ্চায়েতের লোচনপুরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়। সেলিম তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের প্রতিবাদের সম্মুখীন হন যারা তাকে ঘিরে “গো ব্যাক” স্লোগান দেয়। সেলিমও পাল্টা ধস্তাধস্তি তে জড়িয়ে পড়েন। সেলিমের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকে মারধর করার অভিযোগও উঠেছে। এই দ্বন্দ্ব সংঘর্ষের রূপ নেয়। সেলিম দাবি করেছেন যে লোচনপুরের বুথে বেআইনি ভাবে জমায়েত করা হয়েছে, এই অভিযোগ তিনি পুলিশ সুপারের কাছেও দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়াও জঙ্গিপুরে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং রঘুনাথগঞ্জ ১নম্বর ব্লকের-এর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি গৌতম ঘোষ, অজগরপাড়ার ৮৮ নম্বর বুথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকেও ছোটখাটো অশান্তির খবর পাওয়া গেছে।
Leave a Reply