Samantha Prabhu

Samantha Ruth Prabhu: স্বাস্থ্য সম্পর্কিত ভুল তথ্য ছড়িয়ে ফের চিকিৎসকে কটাক্ষের মুখে সামান্থা!

ইউ এন লাইভ নিউজ: কিছুদিন আগেই চিকিৎসা সংক্রান্ত ভুল পরামর্শ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস ওরফে ‘দ্য লিভার ডক্টর’ সামান্থাকে সেই ঘটনা নিয়ে একের পর এক পোস্টে কটাক্ষ করেছেন। ফের আরও একবার একটি নতুন পোস্টে সামান্থাকে কটাক্ষ করলেন তিনি।

সিরিয়াকের প্রথম পোস্ট দেখে সামান্থা প্রতিক্রিয়ায় বলেছিলেন এতটা করা ভাষায় আক্রমণ না করলেও পারতেন তিনি। সেই পোস্ট দেখে সামান্থার কাছে ক্ষমা চান সিরিয়াক। কিন্তু বিতর্ক যে এখনও চলছে তা সিরিয়াকের নতুন পোস্ট দেখে স্পষ্ট হয়ে গেলো।

সামান্থার সমাজ মাধ্যমে দেওয়া তিন বছরের আগের একটি পোস্ট খুঁজে বের করেন তিনি। প্রতিটি বিষয়ে মতামত দেওয়া জরুরি কি না তা নিয়ে এই পোস্ট ছিল সামান্থার। তিনি পোস্টে লিখেছিলেন, “আমরা মনোরঞ্জন করি। তথ্য যাচাইয়ের কাজ আমাদের নয়।” সামান্থা আরও লিখেছিলেন, “বিশ্বে যা হচ্ছে, সেই নিয়ে সব সময়ে অভিনেতাদের কেন মতামত দিতে বলা হয়? আমরাও মানুষ। আমাদের থেকেও ভুল হয়। কিন্তু কিছু বিষয় আমরা কথা বললে বা না বললে আমাদের নিয়ে প্রশ্ন ওঠে। এটা ঠিক নয়। আমরা যেটা সবচেয়ে ভাল করি, সেটাই আমাদের করতে দিন।” সেই পোস্ট ফের শেয়ার করে সিরিয়াক লিখেছেন, “আমরা এমনই। দীর্ঘশ্বাস ছাড়াই এখন এক মাত্র উপায়।”

উল্লেখ্য, ফুসফুস সংক্রান্ত সমস্যার জন্য সমাজমাধ্যমে হাইড্রোজেন প্রি-অক্সাইড নেবুলাইজ়েশন ব্যবহারের নিদান দিয়েছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিন্তু চিকিৎসক সিরিয়াক অ্যাবি ফিলিপস বলেছেন এই পদ্ধতি শরীরে কুপ্রভাব ফেলতে পারে। সিরিয়াকের দাবি, সামান্থা স্বাস্থ্য বিষয়ে কিছুই জানেন না। এ ভাবে প্রকাশ্যে চিকিৎসা পরামর্শ দেওয়া রীতিমতো অপরাধ। তাঁর শাস্তি হওয়া উচিত বলেও দাবি করেন ওই চিকিৎসক।