ICC: দ্বিতীয় দফায় ভারতের সমর্থনে আবার চেয়ারম্যান গ্রেগ বার্কলে

দীপঙ্কর গুহ:

ভারতের প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তা বিসিসিআইয়ের অভ্যন্তরীণ নানান অঙ্কের সমীকরণ মেলাতে তাঁকে আর দ্বিতীয় বারের জন্য সভাপতি করা হয়নি। বোর্ডের নাকি নিয়ম, পরপর দুটি টার্মে সভাপতি হওয়া যায় না। কিন্তু আইসিসিতে হয়। তাই , শেষ দুটি বছর আইসিসির চেয়ারম্যান হওয়ার পরও আরও দুটি বছরের জন্য এই পদে থেকে গেলেন এখনকার আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। নিউজিল্যান্ডের বোর্ড কর্তা। হয়তো আগামী দিনের কোনও নয়া অঙ্ক সাজাতে এটা করা হল।রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগে আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হল।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান গ্রেগ বার্কলে প্রথমবার চেয়ারে বসেছিলেন ২০২০ সালের ডিসেম্বরে। প্রথমবার আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন তিনি। এবারও চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় আরও দুটি বছর এই দায়িত্বে বহাল থাকতে চলেছেন নিউজিল্যান্ডের বার্কলে।

শুরুতেই সর্বসম্মত ভাবে এটা হয়নি। বার্কলের সঙ্গে শীর্ষ পদের জন্য লড়াইয়ে নেমে ছিলেন তাবেঙ্গা মুকুলানি। এই চেয়ারম্যান পদে বার্কলের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। তবে শনিবার (১২ নভেম্বর) মুকুহলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছেন বার্কলে।
পরে অবশ্য মুকুলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে বিনা লড়াইয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যান বার্কলে।

দ্বিতীয় পর্যায়ের জন্য আইসিসি চেয়ারম্যান হওয়ার পর বার্কলে বলেছেন, “গত দুই বছরে আইসিসি সব দিক দিয়ে নানান পরিকল্পনা চালু করে উল্লেখযোগ্য সাফল্যও নজরে এসেছে। যা বিশ্বের ক্রিকেট প্রসারের জন্য একটি সফল এবং নিশ্চিত ভবিষ্যৎ সাজিয়ে ফেলতে পারবে। ক্রিকেটে জড়িত থাকার জন্য মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ সময়। নিজে আরও সফল্য দেখার অপেক্ষায় আছি।”

আইসিসির লক্ষ্য যেমন আগামী দিনে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্ত। তেমনি সংস্থার সকল সদস্যদের সাথে একান্তভাবে মিলেমিশে কাজ চালিয়ে যাওয়া এবং সেই সঙ্গে এই ভাবনাকে আরও এগিয়ে যাওয়া। যাতে পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।

বার্কলেকে অভিনন্দন জানিয়ে মুকুলানি আবার বলেছে , ” আরও একবারের জন্য আইসিসির চেয়ারম্যান হওয়ায় বার্কলেকে অভিনন্দন জানাচ্ছি । ক্রিকেট আরও জনপ্রিয় হতে তাঁর নেতৃত্ব খুবই কাজে লাগবে। সেটা মাথায় রেখেই আমি লড়াই থেকে সরে দাঁড়াই।”

টানা দ্বিতীয়বারের মতো আইসিসির চেয়ারম্যান পদে বার্কলের নির্বাচিত হওয়ার পেছনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমর্থন ছিল বলেই জানা যায়। প্রাথমিকভাবে বিসিসিআই থেকে প্রার্থী দিতে চাইলেও শেষ পর্যন্ত কাউকে প্রার্থী হিসেবে এগিয়ে দেননি। তাতেই স্পষ্ট হয়ে যায় বার্কলের প্রতি বিসিসিআইয়ের সমর্থন রয়েছে। হয়তো দুটি বছর পর ভারতীয় কোনও প্রতিনিধি এই পদে প্রার্থী হলে, নিউজিল্যান্ড তখন ভারতীয় বোর্ডকে সমর্থন করতে বাধ্য হবে।

জায়গা গুছিয়ে নিচ্ছেন জয় শাহ!

ভারতের হয়ে একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হলেন বিসিসিআইয়ের সচিব , দেশের স্বরাষ্ট্র সচিব অমিত শাহের ছেলে জয় শাহ। ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান হলেন তিনি। আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধূমাল ( এবার আইপিএল চেয়ারম্যান) জায়গা পেয়ে গেলেন চিফ এক্সিকিউটিভ কমিটিতে। জয় আর অরুণ এক সপ্তাহ আগে মেলবোর্নে পৌঁছে গিয়েছিলেন। তার ফল মিলেছে। ২০১৯ সাল থেকে আইসিসিতে তখনকার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যে পদে ছিলেন, এবার সেই পদে বসে পড়েছেন জয়। বিস্ময়কর হল, এখনকার বোর্ড সভাপতি প্রাক্তন জাতীয় ক্রিকেটার রজার বিন্নিকে কোথাও দেখা যায়নি!