সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দল ছাড়ার ইঙ্গিত তৃণমূল বিধায়কের, কেন বললেন ‘দাও বিদায়’

নিউজ ডেস্ক: আমার যাবার সময় হল, দাও বিদায়। শনিবার ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের তিন বারের বিধায়ক সমীর পাঁজার।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তিনি দল ছাড়ার ইঙ্গিত দিলেন!

দীর্ঘ ৩৮ বছর রাজনীতির সঙ্গে ছিলেন। খারাপ সময়ে ছাড়েননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতও। লড়াই করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু সম্প্রতি তাঁর গলায় শোনা গেল অভিমানের সুর। ৩ বারের তৃণমূল বিধায়ক ও তৃণমূলের হাওড়া গ্রামীণের চেয়ারম্যান সমীর পাঁজা এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করে দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন। রাজনীতি ছেড়ে তিনি ফিরতে চান তাঁর পুরনো পেশা শিক্ষকতায়। তিনি বলেন, দলে তাঁর প্রয়োজন ফুরিয়েছে। তাই শিক্ষকতার পুরনো পেশায় ফিরতে চান। তবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন।

আরও পড়ুন: গ্রেফতার আমির খান, আজই তোলা হবে কোর্টে

শনিবার রাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেসবুকে পোস্ট করে সমীর পাঁজা লেখেন,  হ্যাঁ , আমার এই মহাননেত্রী আছেন বলেই, দলটা ছেড়ে যাইনি। কারণ কত ঝড়, ঝাপটা পেরিয়ে নানান ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থেকে ৩৮ টা বছর মহান নেত্রীর সঙ্গে একজন সৈনিক হিসেবে কাজ করতে করতে, এখন বড়ই বেমানান লাগছে নিজেকে। কারণ আজ অবধি মিথ্যে নাটক করে দল নের্তৃত্বের কাছে ভালো সেজে, মেকি লিডার হতে চাই না আমি। নাহলে কবেই টাটা বাই বাই করে দল ছেড়ে চলে যেতাম আমি। আমার মতো অবিভক্ত যুব কংগ্রেসের আমল থেকে যারা আছে, তাঁরা আদৌ কোনও গুরুত্ব পাচ্ছে কি বর্তমানে?