ইউ এন লাইভ নিউজ ডেস্ক: মুহূর্তের মধ্যে পাল্টে গেল পরিস্থিতি। বসিরহাট জেলা পুলিশের হাতে আবারও গ্রেফতার হলেন বিজেপি নেতা বিকাশ সিং ও তৃণমূল নেতা উত্তম সর্দার। সন্দেশখালিকাণ্ডে বিকাশকে গ্রেফতার করা হয় শনিবার রাতে এবং সোমবারই সন্ধ্যায় জামিন পান তিনি। এদিকে তাঁর জামিনের পর পরই বসিরহাট আদালতে সৃষ্টি হয় নাটকীয় পরিবেশ। বসিরহাট আদালতের বাইরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, সেখানে জমায়েত করা বিজেপি কর্মীরা পুলিশকে ধাক্কাধাক্কি করে। গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। এমনকী পুলিশের গায়ে হাতও তোলা হয়। এরপরই দেখা যায় আবারও পুলিশের গাড়িতে তোলা হয় বিকাশ সিংকে। অন্যদিকে জামিনের পরই গ্রেফতার করা হয় উত্তম সর্দারকেও।
শনিবার গ্রেফতার হয়ে সোমেই জামিনে মুক্ত হয়েছেন শাহজাহান ঘনিষ্ঠ সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। তাঁকে মিথ্যে মামলার ফাঁসানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করা হয়। ২ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় উত্তমকে। একই সঙ্গে জামিন পান বিজেপি নেতা বিকাশ সিংহ-ও। আদালত থেকে বেরতে না বেরতেই নতুন করে অশান্তি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিকাশকে গাড়িতে তোলার সময় বসিরহাট পুলিশ তাঁকে জোর করে গাড়িতে তোলে বলে অভিযোগ। এক মামলায় জামিন পেতে না পেতে অন্য মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।
এদিন জামিন পেয়ে কোর্টের বাইরে বেরিয়ে এসেই বিকাশ সিং বলেন, “পুলিশ কৌশল করে আমাকে গ্রেফতার করেছে। সন্দেশখালির মা বোনেদের পাশে আমরা আছি। সন্দেশখালিতে পুলিশ নিষ্ক্রিয়। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের সাজা না হলে সেখানে শান্তিও ফিরবে না। আমিই তো এই মুহূর্তে সন্দেশখালিতে যেতে পারব না। নিরাপত্তা নেই ওখানে। আমার দলের সঙ্গে আলোচনা করে দেখি কী করা যায়।” এদিকে এর পর পরই কোর্টচত্বরের ছবিটা একেবারে বদলে যায়।
Leave a Reply