ইউ এন লাইভ: লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্ব ছেড়ে দিতে পারেন দলের বর্তমান অধিনায়ক কান্নুর লোকেশ রাহুল। আইপিএলের লিগ পর্বের শেষ দুই ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজ়িকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক নিকোলাস পুরান। বুধবার ম্যাচের পর ফ্র্যাঞ্চাইজি মালিকের ব্যবহারে রাহুল নাকি অত্যন্ত ক্ষুব্ধ হন বলে খবর পাওয়া যাচ্ছে।
বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে লখনউয়ের লজ্জ্বাজনক হারের পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে মাঠে নেমে ক্যাপ্টেন রাহুলকে ভর্ৎসনা করেন। সেই ভিডিয়ো ব্যাপকভাবে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং গোয়েঙ্কার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে। প্রকাশ্যে অপমানিত হয়ে কেএল নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রের খবর। রাহুল নিজে সম্ভবত গোয়েঙ্কার দলের হয়ে আর প্লেয়ার হিসেবে খেলতেও আগ্রহী নন। অন্যদিকে, আগামী বছর আইপিএলের মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দিতে পারে এলএসজি ফ্র্যাঞ্চাইজ়িও। এই পরিস্থিতিতে ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের এলএসজি নেতৃত্ব থেকে ইস্তফা দেওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে কর হচ্ছে।
এসআরএইচের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে লখনউ ৪ উইকেট হারিয়ে করে মাত্র ১৬৫ রান। ব্যাটে নেমে হায়দরাবাদের দুই বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড কার্যত মাত্র ৯ ওভার ৪ বলেই সেই রান চেস করে ফেলেন। তাতে কে এল রাহুল ‘স্লো পিচ’ তত্ত্ব পুরোপুরি জলে ভেস্তে যায়। ব্যাটিং-বোলিংয়ে চরম বিপর্যয় ঘটে লখনউ সুপার জায়ান্টসের। তবে তা বলে দলের অধিনায়কের প্রকাশ্যে এই হেন আচরণ করা নিয়ে উঠছে প্রশ্ন।
লখনউয়ের গ্রূপ লীগের পরবর্তী দুই ম্যাচ দিল্লি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যথাক্রমে ১৪ এবং ১৭ মে। ২০২২ সালে নিলামের আগে রাহুলের সঙ্গে ‘ড্রাফ্ট প্লেয়ার’ রেকর্ড ১৭ কোটি টাকায় চুক্তি করেছিল সঞ্জীবের ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের এক কর্তার মতে এই ঘটনার পর গোয়েঙ্কার সঙ্গে রাহুলের সম্পর্ক এখন তলানিতে। তিনি আরও বলেছেন,‘‘দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচের আগে পাঁচ দিন সময় রয়েছে। দুই পক্ষই এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। রাহুল নেতৃত্বে ইস্তফা দিয়ে দিতে পারেন। শেষ দুটি ম্যাচে হয়ত আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না তাঁকে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষও ওঁর ইস্তফা গ্রহণ করে নেবে বলেই মনে হচ্ছে।’’
এ বারের আইপিএলে এখনও অবধি ১২টি ম্যাচ খেলে ১৩৬.০৯ স্ট্রাইক রেটে রাহুল করেছেন ৪৬০ রান। বুধবার তিনি পাওয়ার-প্লের সুবিধা তুলতে না পেরে ৩৩ বলে ২৯ রান করেন। হায়দরাবাদের কাছে বড় ব্যবধানে হারের ফলে কম নেট রান রেটের ফলে আইপিএলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে উঠেছে লখনউয়ের। বর্তমানে লখনউ সুপার জায়ান্টস আইপিএলের পয়েন্টস টেবিলে ১২ ম্যাচে ১২ পয়েন্টস নিয়ে এবং -০.৭৬৯ নেট রান রেটের সাথে ষষ্ঠ পজিশনে রয়েছে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, ২০২২-র টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-অধিনায়ক কেল রাহুল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের রিজার্ভ প্লেয়ারদের মধ্যেও সুযোগ পান নি।
Leave a Reply