Subhendu and Mamata

Subhendu Adhikary: নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে পাল্টা শুভেন্দু

ইউ এন লাইভ নিউজ: এসএসসি মামলার রায় নিয়ে চলছে রাজনৈতিক টানাপোড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করেই সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। অযোগ্যদের নিয়মিত করার জন্য মমতা বন্দোপাধ্যায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিলেন বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, ২০২২ সালের ৫ মে মমতা বন্দোপাধ্যায় এই কাজ করেছেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখান থেকেই এসএসসি মামলার রায় প্রসঙ্গে আক্রমণাত্মক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী।

সেই সভামঞ্চ থেকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। তাই নিয়ে পালটা আক্রমণ করেছেন শুভেন্দু। নাম উল্লেখ করে কথা বলার সাহস নেই তৃণমূল নেত্রীর, এই বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। একসঙ্গে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীকে ব্যাগ গোছানোর কথা। ৫ মে ২০২২ সালে এসএসসির জন্য অতিরিক্ত শূন্যপদ মমতা বন্দোপাধ্যায় তৈরি করেছিলেন। চাকরিগুলো বাঁচানোর জন্য এই পদ তৈরি হয়েছে। হাতে কাগজ নিতে এই কথা দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চিহ্নিত করে হেফাজতে নিতে হবে। তারা কাদের টাকা দিয়েছে, জানতে হবে। টাকা নেওয়া সেই সব লোকদের ধর‍তে হবে। দুধ আর জল আলাদা হয়ে যাবে। যোগ্যরা চাকরি ফের ফিরে পাবেন। এই কথা দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতারা, বিশেষ করে ‘ভাইপো এন্ড কোম্পানি’কে গ্রেফতার করে হেফাজতে নিতে হবে বলে জানান শুভেন্দু। তিনি আরও বলেন “মমতা বন্দোপাধ্যায় যে দিন নাম ধরে বলবেন, সেদিন বুঝিয়ে দেব আমি কী জিনিস। মিথ্যাবাদী মমতা বন্দোপাধ্যায়কে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে।”