স্পোর্টস ডেস্ক: বিশ্বের সকল ফুটবল প্রেমীদের জন্য দারুন সুখবর। ফের একবার লিওনেল মেসির সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দুই খেলোয়াড়, মেসি-রোনাল্ডোর দ্বৈরথ দেখার সুযোগ পাবেন বিশ্ববাসী। তবে, ম্যাচটি শুরু হওয়ার আগেই আরবের এক ব্যবসায়ী গড়ে ফেললেন নতুন একটি রেকর্ড। সূত্রের খবর অনুযায়ী, মেসি-রোনাল্ডো ম্যাচের ভিআইপি টিকিটের নিলাম করা হয়। যার দাম শুরু হয়েছিল ২২০,০০০ ইউরো থেকে, যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৯৩ লাখ টাকারও বেশি।
তবে, বিস্ময় শুধু এখানেই শেষ নয়। আরবের এক ব্যবসায়ী,মুশাররাফ বিন আহমেদ আল-ঘামদি ২.২ মিলিয়ন ইউরো অর্থাৎ ১৯ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকায় কিনে নেয় ওই ভিআইপি টিকিট। যা ফুটবল ইতিহাসের নতুন বিশ্ব রেকর্ড। এর আগে কখনও কেউ এই দামে কোনও টিকিট কেনেননি। বিশ্ব রেকর্ডের পাশাপাশি এই ভিআইপি টিকিটের সাহায্যে মুশররাফ পাবেন মেসি, রোনাল্ডো, নেইমার এবং এমবাপ্পের সাথে দেখা করার সুযোগও। যা এক কথায় অনবদ্য।
১৯ জানুয়ারি পিএসজির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সৌদি অল-স্টার একাদশের। এই সৌদি অল-স্টার দলে খেলবেন আল নাসের এবং আল হিলাল দলের শ্রেষ্ঠ ফুটবলাররা। এবং এই দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, এমনটাই সূত্রের দাবি।
Leave a Reply