ইউ এন লাইভ নিউজ: রাজ্যপালের ঠিক করে দেওয়া প্রতিনিধি নয়, নিজেদের পছন্দেই বিধানসভার নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। রাজ্যপাল বলেছিলেন, তাঁদের শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়। কিন্তু রাজ্যপালের এই নির্দেশ পালন করতে রাজি হননি ডেপুটি স্পিকার। আশিস বন্দোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ‘বিধানসভায় যখন স্পিকার আছেন, তখন তিনি নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন না।’ এরপর স্পিকার বিমান বন্দোপাধ্যায় বিধায়কদের শপথ গ্রহণ করান। প্রথমে শপথ গ্রহণ করেন মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক রেয়াত। এরপর শপথবাক্য পাঠ করেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা। কিন্তু রাজ্যপাল যেখানে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছিলেন, সেখানে স্পিকার নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোয় ফের জটিলতা তৈরি হতে পারে। এই ঘটনা নিয়ে আপত্তি জানাতে পারেন রাজ্যপাল।
সায়ন্তিকা ও রেয়াত বিধানসভা উপনির্বাচনে জয় পাওয়ার পর ঠিক হয়েছিল, তাঁরা রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করবেন। কিন্তু রাজভবনে যেতে রাজি হননি সায়ন্তিকা। তিনি দাবি করেন, বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল আবার বিধানসভায় যেতে রাজি হননি। ফলে জটিলতা তৈরি হয়। রাজ্যপালের আসার দাবিতে বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেন সায়ন্তিকা ও রেয়াত। কিন্তু বিধানসভায় গেলেন না রাজ্যপাল। অনেক টানাপোড়েনের পর তিনি ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাতে বলেন। কিন্তু সেটাও হল না। এ ব্যাপারে স্পিকার জানিয়েছেন, বিধানসভার অধিবেশন চলছে। ফলে এখন রাজ্যপালের মতামত গুরুত্বহীন। বিধানসভার আইন মেনেই শপথবাক্য পাঠ করিয়েছেন বলে জানিয়েছেন স্পিকার। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিজেপি বিধায়করা যোগ দেননি। শুধু তৃণমূল কংগ্রেসের বিধায়করাই ছিলেন। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পেরে খুশি সায়ন্তিকা ও রেয়াত।
Leave a Reply