নিউজ ডেস্ক: স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে যে ব্যাপক দুর্নীতি হয়েছে কার্যত সে কথা মেনে নিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিন তিনি জানিয়েছেন, নির্দিষ্ট আইন অনুয়ায়ী ২০১৬-র নবম ও দশম শ্রেনিতে নিযুক্ত শিক্ষকদের তালিকা থেকে ৮০০-রও বেশি শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আগামী সপ্তাহেই এই সংক্রান্ত নোটিস জারি করা হবে।
২০১৬ সালে এসএসসির নবম ও দশম শ্রেণির চাকরিপ্রার্থীদের তালিকায় মোট ৯৫২ জনের নাম ছিল। সেই তালিকায় বহু প্রার্থীরই সর্ভার এবং ওএমআর শিটের প্রাপ্ত নম্বরের ব্যাপক পার্থক্য ধরা পড়েছে।
সেই তালিকা দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসিকে প্রশ্ন করেছিলেন, এঁদের বিরুদ্ধে কমিশন কী ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে? বৃহস্পতিবার সেই ব্যবস্থা নেওয়ার কথাই জানানো হল এসএসসির তরফে। এর মাধ্যমে দুর্নীতি যে হয়েছিল, তা-ও মেনে নিল এসএসসি। এমনই মনে করছে বিশষজ্ঞরা।
কমিশনের আইনের ১৭ নম্বর ধারায় নিয়োগপত্র বাতিল ঘোষণা করবে এসএসসি। হলফনামা দিয়ে এসএসসি আদালতকে জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পর্যায়ক্রমে ৮০০ জনেরও বেশি শিক্ষকের চাকরি বাতিল করা হবে।
Leave a Reply