নিউজ ডেস্ক: বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বিধানসভায় বরাদ্দ হলো নির্দিষ্ট আসন। ২৭২ নম্বর আসনটি রয়েছে তাঁর জন্য। আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার থেকে বিধানসভায় স্বল্পকালীন অধিবেশন।
রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর বিধানসভায় বিধায়কদের আসন বদলেছে। নতুন মন্ত্রী যারা হলেন তাঁদের বসার জন্য জায়গা করা হয়েছে নির্ধারিত ট্রেজারি বেঞ্চে। আবার যারা সদ্য প্রাক্তন মন্ত্রী হলেন তাঁদের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
পার্থ ছাড়াও তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলও এখন জেল বন্দি। দলনেত্রী অনুব্রতকে বীরের মর্যাদা দেওয়ার কথা বলেছেন। অনুব্রতকে নিয়ে মমতা এ কথা বললেও পার্থকে নিয়ে তিনি নীরব থেকেছেন। নেত্রীর এই নীরবতা থেকে দলের কর্মীরা বুঝে গিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় এখন দলে ব্রাত্য।
প্রসঙ্গত শিক্ষক নিয়োগ মামলায় গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর পরই পার্থর থেকে দূরত্ব বাড়ায় দল। প্রথমে মন্ত্রিসভা থেকে ও পরে দলের মহাসচিব পদ থেকে পার্থকে সাসপেন্ড করা হয়। এখন শুধুমাত্র বিধায়ক হিসেবেই রয়েছেন তিনি। বর্তমানে তিনি এখন জেল হেফাজতে রয়েছেন।
তবে যেহেতু জেলবন্দি রয়েছেন, তাই এই স্বল্পকালীন অধিবেশনে তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই পার্থর জন্য আসন বরাদ্দ হলেও আপাতত ফাঁকাই থাকবে সেটি।
আরও পড়ুন: মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের
Leave a Reply