ইউ এন লাইভ নিউজ: কলকাতা বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার লাইটের ব্যবহার সম্পর্কে পূর্বে অভিযোগ রয়েছে, যা বিমানের টেকঅফ এবং অবতরণের সময় সমস্যার সৃষ্টি করেছিল। এই উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে, লেজার লাইটের ব্যবহার নিষিদ্ধ করার জন্য কলকাতা বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে লেজার লাইটের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিলো, যার ফলে কলকাতায় অবতরণের সময় পাইলটদের অসুবিধায় পড়তে হচ্ছিলো। কোন দিক দিয়ে অবতরণ করতে হবে সেই নিয়েও তারা ধন্দে পড়ছিল। তাই এবার বিধাননগর পুলিশ কলকাতা বিমানবন্দরের আশেপাশের এলাকা গুলিতে জারি করলো ১৪৪ ধারা।
পুলিশ সূত্রে খবর ১৪৪ ধারা জারি হওয়া এলাকাগুলির মধ্যে রয়েছে বিমানবন্দর থানা এলাকা, নারায়ণপুর থানা, বাগুইআটি থানা, চার নম্বর ভেড়ি, নবপল্লি নাও ভাঙা এলাকা, সেক্টর চার, সেক্টর ফাইভ নলবন ফিশারি অফিস এলাকা, সেক্টর ফাইভ নিকো পার্ক এলাকা, সল্টলেক সিজে ব্লক (বিধাননগর পূর্ব থানা এলাকা) , যাত্রাগাছি, জ্যোতি নগর, সুলংগড়ি, প্রমোদনগর (নিউ টাউন থানা এলাকা ),সিটি সেন্টার টু, নোয়াপাড়া, সার্চিং মোড়, আকাঙ্ক্ষার মোড়,নবাবপুর, যাত্রাগাছি, ঘুনি(ইকোপার্ক থানায় এলাকা) ,জগদীশপুর, ভাতেণ্ডা, রায়গাছিয়ানি, রেকজোয়ানি (রাজারহাট থানায় এলাকা ) অর্থাৎ এই এলাকা গুলিতে কোনোভাবেই আর লেজার লাইট ব্যবহার করা যাবেনা।
এই সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে রয়েছে ২০২১ সালের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা যেখানে লেজার লাইটের ব্যাপক ব্যবহার, পাইলটদের জন্য সমস্যার সৃষ্টি করেছিল। সেই কারণে পরে ওই লেজার লাইট বন্ধ করে দেওয়া হয়, একইভাবে ডিজনি ল্যান্ডের সময়ও লেজার লাইটের ব্যবহার করা হয় কিন্তু সেই একই সমস্যার কারণে পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরের কাছাকাছি এলাকা গুলোতে অনুষ্ঠান বাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেখানে লেজার লাইটের ব্যবহার ও হচ্ছে যার কারণে অসুবিধায় পড়তে হচ্ছে পাইলট দের। অনুষ্ঠানবাড়ির মালিক এবং কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ সমস্যায় পরে পাইলটরা। তাই এবার এই সমস্যার সমাধান করতেই বিধাননগর কমিশনারেট এমন পদক্ষেপ নিলেন।
বিধাননগর কমিশনারেটের এই নতুন ব্যবস্থার লক্ষ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং লেজার লাইটের কারণে সৃষ্ট ঝামেলা দূর করে পাইলটদের নিরাপদ অবতরণ সহজতর করা। এই কঠোর পদক্ষেপ সমস্যাটির পুরোপুরি সমাধান করবে কিনা তা দেখার বিষয়।
Leave a Reply