Yusuf Pathan

Loksabha Election 2024: বিশ্বকাপ জয়ী তারকার সঙ্গে সেলফি; বিপদে পোলিং এজেন্টরা

ইউ এন লাইভ নিউজ: চতুর্থ দফায় বঙ্গের ৮টি কেন্দ্রের মধ্যে অন্যতম বহরমপুর। সেই কেন্দ্রেরই রেজিনগর উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ২৪৬ নম্বর বুথের ভিতর মোবাইল নিয়ে বসেছিলেন তৃণমূল এবং কংগ্রেসের বুথ এজেন্টরা। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। সঙ্গে মোবাইল থাকার বিষয়টি বেশ অনেকক্ষণই লুকিয়ে রাখতে পেরেছিলেন এজেন্টরা। বুথের ভিতর প্রিসাইডিং অফিসার বা বুথের বাইরের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কারোরই নজর পড়েনি বিষয়টি। ভোট কেমন চলছে তা দেখার জন্য বেলার দিকে ঘটনাক্রমে সেই বুথেই আগমন হয় বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। ইউসুফকে দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে পড়েন এজেন্টরা। তখন প্রত্যেকের পকেট থেকেই বেরিয়ে পড়ে মোবাইল। সকলে ইউসুফের সঙ্গে সেলফি তুলতে শুরু করেন।

সেলফি তোলার হিড়িক পড়ে যায় ওই বুথের মধ্যে। শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নন, কংগ্রেসের কর্মীরাও তৃণমূল প্রার্থী ইউসুফের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সামনেই দাঁড়িয়ে ছিলেন ভোটদানকারীরা। তাঁরাও এই দৃশ্য দেখে অবাক হয়ে পড়েন। খবর পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী অবধি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঢুকে সেই সকল এজেন্টদের কাছ থেকে মোবাইল কেড়ে নেন। তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সমস্ত মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।