Dipsita Dhar

Loksabha Election 2024: বুথে গিয়ে এজেন্টকে বসালেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর

ইউ এন লাইভ নিউজ: আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন। বঙ্গের তিন জেলার ৭ কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগে চলছে ভোট। এদিন সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। সকাল সকাল ভোট দিয়েই মাঠে নেমে পড়লেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। বাঁকড়ার মুন্সিডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সিপিএমের এক এজেন্টকে চুলের মুঠি ধরে উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে এরপরই বাঁকড়ার ওই বুথে যান দীপ্সিতা।

ওই এজেন্টের কথায়, “তৃণমূলের নেতারা এমন সব ভাষা ব্যবহার করেছে যা বলা যাবে না। ভোটে হয়ে গেলে ঘরছাড়া করবে বলে হুমকিও দিয়েছে।” পাশাপাশি বাঁকড়া মোবারোক হোসেন স্কুলে তৃণমূলের এজেন্ট ভোটকেন্দ্রের মধ্যেই ভোটারদের ২ নম্বরে ভোট দিতে বলে প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন ভোটাররা। দীপ্সিতা এসে তৃণমূলের ওই এজেন্টকে সরিয়ে অন্য এজেন্ট বসান।

এ বিষয়ে সিপিএম প্রার্থী বলেন, ”এরকমই হবে জানা কথা। আমরা একজন এজেন্টকে বুথে বসিয়েছি। আরও একজন এজেন্ট আসছেন। বাঁকড়ায় সমস্ত জায়গায় যেখানে আমাদের এজেন্ট আছে সবাইকে ভয় দেখানো হচ্ছে। ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি প্রিসাইডিং অফিসারকেও বলে এসেছি।”

এই বিষয়ে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএম তো এজেন্ট বসিয়েছে। কোথাও ১০০ শতাংশ বসিয়েছে, কোথাও ৭০-৮০ শতাংশ বসিয়েছে। বিজেপির সঙ্গে সিপিএমের একটা সমঝোতা হয়েছে এবার। যেখানে সিপিএম কোনও এজেন্ট দিতে পারবে না, বিজেপি এজেন্ট দেবে।’”