স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি ম্যাচে তাঁকে নাকি বয়সের কারনে সরিয়ে রাখা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত জানার পর , ঘটে গেল বুমরাহীন ভারতীয় দলের এশিয়া কাপ বিপর্যয়। তারপর মহম্মদ শামিকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক তালিকায় না রাখলেও, স্ট্যান্ড বাই রাখা হয়। টিম ম্যানেজমেন্টের সঙ্গে জাতীয় নির্বাচকরা কথা বলে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি ম্যাচের সিরিজে তাঁকে রাখা হয়। বিধি বাম। মোহালিতে, প্রথম ম্যাচের জন্য রোহিত – রাহুলরা পৌঁছে গেলেও, জানা গেছে শামি খেলতে পারবেন না। তিনি সিরিজ শুরুর আগে কোভিড টেস্টে পজিটিভ হয়ে যান। আপাতত ভারতীয় দলের এই পেসারটি আছেন আইসোলেশনে।
শামির বদলে দলে এসেছেন, উমেশ যাদব। উমেশ মিডলসেক্সের হয়ে ক্লাব ক্রিকেট খেলছিলেন। তিনি চোটের কারণে দেশে ফিরে জাতীয় ক্রিকেট একাডেমিতে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ঘাম ঝরাচ্ছিলেন।
শামি যদি তিন ম্যাচের অষ্ট্রেলিয়া সিরিজে খেলতে না পারেন, তাহলে পরের দক্ষিণ আফ্রিকা সিরিজের তিনটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তারপরই দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলে যাবে।
মোহালি ম্যাচের পর ২৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ নাগপুরে। ২৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচ হায়দারাবাদে। সেই সিরিজ শেষ হলে, ২৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করেছে, টি টোয়েন্টি বিশ্বকাপের স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটারদের একই সঙ্গে অস্ট্রেলিয়ার নিয়ে যাওয়া হবে। এর যুক্তি একটাই, দরকার মত এইসব ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে মূল দলের হয়ে মাঠে নামানো যাবে। টি টোয়েন্টি বিশ্বকাপে পর পর খেলা। ভারত থেকে স্ট্যান্ড বাই ক্রিকেটারদের পাঠাতে সময় বেশি লেগে যেতে পারে। তাই দলের সঙ্গেই নিয়ে যাওয়া হবে স্ট্যান্ড বাই ক্রিকেটার – শামি, শ্রেয়াস,রবি, দীপকদের।
আরও পড়ুন: Jhulan Goswami : চাকদা এক্সপ্রেসের বিদায়ী সিরিজে জয় চায় ভারত
Leave a Reply