ইউ এন লাইভ নিউজ ডেস্ক: মণিপুরের হিংসার ঘটনার পর উদ্বেগজনক পরিস্থিতি রাজ করছে সেখানে। বিভিন্ন বিরোধী দল ইতিমধ্যেই ঘটনার নিন্দা করছে। সমালোচনার তীরে বৃদ্ধি হচ্ছে বিজেপিই। যদিও বিজেপি আবার এই ঘটনার সঙ্গে তুলনা করতে যাচ্ছে বাংলায় হিংসার ঘটনা কতটা ভয়ানক ভাবে ঘটছে তার। তাই এখোজ রাজনৈতিক মহলে চোখ মেললেই বোঝা যাচ্ছে নারী সুরক্ষা কতটা অসুরক্ষিত? মণিপুর তাতে এগিয়ে নাকি বাংলা- হিংসার আবহে সেই তুলনাতেই মত্ত এখন রাজনৈতিক দলগুলি।
এরই মধ্যে শশী পাঁজার বক্তব্য নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। তিনি বলেছেন, “যেই দুজন মহিলা চোর ছিলেন, তাদের যারা ধরতে এসেছিলেন তারাও মহিলা পুলিশকর্মী। গ্রেফতার করার সময় ধস্তাবস্তি হয়। সবার গরীব। ধস্তাধস্তির সময় কাপড় সরে যায়।” সঙ্গে শশী পাঁজা এও বলেছিলেন, এই ঘটনায় কেন রাজনীতির রং লাগানো হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না।
তিনি আরও বলেছেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাস্তার ধরে থাকা সিভিক ভলেন্টিয়াররাও এগিয়ে যান। তবে মহিলারা নিজেদের হাতেই আইন তুলে নেন। এটাও তো ঠিক নয়। তবে যাই হোক, অভিজ্ঞ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।”
শশী পাঁজার এই বক্তব্য ‘অসংবেদনশীল’ বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, মহিলাদের নিরাপত্তার মত বিষয় নিয়ে প্রশ্ন ওঠার পরেও তা লঘু করে দেখানোর চেষ্টা করছে তৃণমূল। একদিকে তৃণমূল ক্ষোভ প্রকাশ করছে মণিপুরের ঘটনা নিয়ে, অপরদিকে বিজেপি দেখাচ্ছে বাংলার পাঁচলা, পাকুয়াহাটের বিক্ষিপ্ত ঘটনার নিন্দা।
Leave a Reply