rahul-tharoor

Shashi Tharoor: সংসদে বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকেই এগিয়ে রাখলেন শশী থারুর

ইউ এন লাইভ নিউজ: বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকেই এগিয়ে রাখলেন কংগ্রেস নেতা শশী থারুর। এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধীকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ বলে দাবি করলেন তিরুবনন্তপুরমের বিজয়ী কংগ্রেস প্রার্থী।

সংসদে বিরোধী দলনেতা হিসাবে যদি কারোর নাম উঠতে পারে তবে তা একমাত্র হতে পারে রাহুল গান্ধীর। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে থারুর এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন , ”ভারতবাসীর রায়কে মাথা পেতে নিতে হবে। এতদিন ধরে সংসদে নিজেদের ইচ্ছায় কাজ করেছে মোদি সরকার। তবে এবার শক্তিশালী বিরোধী শিবিরের সামনে সঠিকভাবে সরকার চালাতে পারেন কিনা সেটাই দেখার।”

এদিন মোদির নেতৃত্বে এনডিএ সরকারকে ‘মজবুর সরকার’ বলে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। যে শরিকদের ওপর নির্ভর করে এনডিএ সরকার গঠিত হবে তার স্থায়ীত্ব কতদিন থাকবে তা নিয়েও জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এছাড়াও তিনি মন্তব্য করেন,এবারের লোকসভা ভোটে তারকা একজনই। তিনি হলেন রাহুল গান্ধী। অন্যদিকে, রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস যে বাড়তি চাপ তৈরি করতে চলেছে সেই ব্যাপারে আশাবাদী কংগ্রেস নেতা। ”বিজেপির বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন রাহুল গান্ধী” এমনটাই মত শশী থারুরের।