‘কিছু না পরলেও মহিলাদের দেখতে সুন্দর লাগে’, বিতর্কিত মন্তব্যে শোকজ নোটিশ জারি রামদেবের বিরুদ্ধে

নিউজ ডেস্ক ‌: নতুন বিতর্কের শিরোনামে যোগগুরু রামদেব। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অমৃতা ফড়নবিশের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে রামদেব জানিয়েছেন, ‘মহিলারা কিছু না পরলেও তাদের দেখতে সুন্দর লাগে’। মহিলাদের পোশাক নিয়ে এহেন মন্তব্য করায়, রামদেবের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই বিতর্কিত বক্তব্যের কারণে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চেয়ে বাবা রামদেবকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশন।

শুক্রবার মহারাষ্ট্রের থানে একটি যোগ প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামদেব এবং অমৃতা ফড়নবিশ। সেখানেই তিনি জানিয়েছেন, ‘মহিলাদের শাড়িতে ভালো লাগে, সালোয়ার স্যুটেও ভালো লাগে। আবার আমার মতো, কিছু না পরলে‌ও তাঁদের ভালো লাগে।’ এই মন্তব্যের পরেও পাশে দাঁড়িয়ে হাসতে দেখা যায় অমৃতা ফড়নবিশকে। আর তাতেই বিতর্কের আগুন বৃদ্ধি পেয়েছে। এই মন্তব্যের জন্য রামদেবের সমালোচনা করার পাশাপাশি শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রশ্ন তোলেন, অমৃতা কেন প্রতিবাদ করেননি?

আরও পড়ুন : আমেজ থাকলেও বাড়বে তাপমাত্রা, আপাতত বঙ্গে এটাই শীতরঙ্গ

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ) প্রধান স্বাতী মালিওয়ালও। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর স্ত্রীর সামনে মহিলাদের নিয়ে রামদেবের মন্তব্য অশালীন এবং নিন্দনীয়। এই বক্তব্যে সমস্ত মহিলাদের ভাবাবেগে আঘাত লেগেছে। এই বক্তব্যের জন্য দেশের সামনে ক্ষমা চাওয়া উচিৎ রামদেবের।’ এরই মধ্যে অন্যদিকে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) কর্মীরা রামদেবের বিরুদ্ধে বিক্ষোভ করে, জুতোর মালা পরিয়েছেন তাঁর ছবিতে। এছাড়াও রামদেবের কুশপুত্তলিকা দাহ করেও প্রতিবাদ জানিয়েছে বেশ কিছু সংগঠন।

আরও পড়ুন : বিদেশ সফরঃ মমতাকে ছাড়পত্রের ইঙ্গিত মোদি সরকারের