ইউ এন লাইভ নিউজ: আই লিগে তাদের সম্প্রচার ও বিপণন স্বত্ত্ব নিয়ে যতই বিতর্ক হোক, এখানেই থামতে চাইছে না শ্রাচী স্পোর্টস, বরং ভারতীয় ফুটবলে নিজেদের পদাঙ্ক আরও দৃঢ় করতে চাইছে তারা। এই মরসুমের শেষে ইমামির সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি শেষ হলে ইমামি যদি আর ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসাবে থাকতে রাজী না হয় তবে তাদের জায়গায় ইস্টবেঙ্গলে বিনিয়োগ করার ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছে শ্রাচী স্পোর্টস। প্রসঙ্গত শ্রাচী স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের সহ সভাপতি হিসাবে রয়েছেন ও সেইসঙ্গে ক্লাবের ক্রিকেট ও হকি দলে বিনিয়োগ করেছে শ্রাচী স্পোর্টস। আইএসএলে খেলার জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবেও বিনিয়োগ করেছে শ্রাচী স্পোর্টস। আইএসএল খেলার জন্য শ্রাচী স্পোর্টস, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হলে মোহামেডানের ক্ষেত্রে কি হবে সেটা জানা নেই। শুধু ইস্টবেঙ্গলে বিনিয়োগই নয়, খেলোয়াড় তুলে আনতে অ্যাকাডেমিতেও বিনিয়োগ করছে তারা।
বারাসাতের আদিত্য স্কুল অফ্ স্পোর্টসের অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হচ্ছে শ্রাচী গ্রুপ। এই অ্যাকাডেমিটি আগে এটিকে-র সঙ্গে যুক্ত ছিলো এবং এর শিক্ষার্থীরা এটিকে-র বয়সভিত্তিক দলগুলিতে খেলতো। পরে এই গাঁটছড়া ছিন্ন হয়ে যায়। এই অ্যাকাডেমির ক্যাম্পাসের মধ্যেই একটি ফুটবল মাঠ ও একটি ক্রিকেট মাঠ রয়েছে। শ্রাচী গ্রুপ ও আদিত্যদের সঙ্গে যৌথ ভাবে এই আদিত্য স্কুল অফ্ স্পোর্টসকে বর্ধিত করে এই জায়গাতে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করছে। ইতিমধ্যেই হকি, ক্রিকেট, রেসিং, টেনিস, কবাডি, রাগবি, আর্ম রেসলিংয়ের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছে শ্রাচী গ্রুপ। সেই সঙ্গে কলকাতা লিগের স্বত্ত্ব, এছাড়া বাংলায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ করার স্বত্ত্বও আইএফএ-র থেকে অর্জন করেছে তারা। সেই সঙ্গে রাজ্যের গণ্ডি পেরিয়ে সর্বভারতীয় পর্যায়ে আই লিগের স্বত্ত্বও পেয়েছে তারা। ক্রীড়া ক্ষেত্রে আগামী ২-৩ বছরে ২৫০ কোটি থেকে ৩০০ কোটি টাকা বিনিয়োগ করার চিন্তাভাবনা রয়েছে কলকাতার এই রিয়েল এস্টেট কোম্পানিটির।
Leave a Reply