কেন সুকান্তর বৈঠক এড়ালেন শুভেন্দু! প্রশ্ন বিজেপির অন্দরে

নিউজ ডেস্ক: মঙ্গলবার বিধানসভায় দলের বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর যাওয়ার কয়েক মিনিট আগেই বিধানসভা ছেড়ে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী। দলের রাজ্য সভাপতিকে কেন তিনি এড়িয়ে গেলেন, তা নিয়ে বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে বিরোধী দলনেতা মুখ খোলেননি। তবে এই বিষয়ে সুকান্তর সাফাই, ‘জরুরি প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার জন্যই বৈঠকে থাকতে পারেননি শুভেন্দু। এর পিছনে অন্য কোনও জল্পনা নেই।’

রাজ্য সরকারের বিরুদ্ধে বিধানসভার চলতি অধিবেশনে দলীয় বিধায়করা কোন-কোন ইস্যুতে সুর চড়াবেন, তা ঠিক করতে মঙ্গলবার দুপুর দুটোর সময়ে বিধানসভা ভবনে গিয়েছিলেন সুকান্ত। তিনি যে যাবেন, তা আগেভাগেই জানানো হয়েছিল বিজেপির পরিষদীয় দলকে। কিন্তু দলের রাজ্য সভাপতি বিধানসভা ভবনে পা রাখার আগেই বেরিয়ে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর ওই আচরণে বিস্মিত বিজেপির অধিকাংশ বিধায়ক।

আরও পড়ুন: মমতার নির্দেশে আরতি শুরু কোন্নগর গঙ্গার ঘাটে

বিরোধী দলনেতার ঘরে গিয়ে বসেন সুকান্ত মজুমদার। পরিষদীয় দলের মুখ্যসচেতক মনোজ টিগ্গা, বিধায়ক দীপক বর্মনরা দলের রাজ্য সভাপতিকে স্বাগত জানান। সূত্রের খবর, তিনি যে বৈঠকে থাকতে পারবেন না তা রাজ্য সভাপতিকে জানানোর প্রয়োজনও বোধ করেননি বিরোধী দলনেতা। ফলে খানিকটা অস্বস্তিতে পড়তে হয় বঙ্গ বিজেপির সভাপতিকে।