ইউ এন লাইভ নিউজ: অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই বড়ো ধাক্কা খেল ভারত। শনিবার প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্টে অনিশ্চিত শুভমন গিল। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছে তাঁর। শুভমন খেলতে না পারলে ভারতের টপ অর্ডার যে দুর্বল হয়ে পড়বে তাতে সন্দেহ নেই। কারণ রোহিত শর্মার প্রথম টেস্টে খেলা এখনও নিশ্চিত নয়। আন্তর্দলীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন শুভমন। আঙুলে লাগার পরেই ব্যথায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। শোনা গিয়েছে, স্ক্যান করা হবে শুভমনের আঙুলে। শনিবার তিনি আর ফিল্ডিং করেননি। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, শুভমনের আঙুলে চিড় ধরেছে। প্রথম টেস্টের আর এক সপ্তাহ বাকি। তার মধ্যে শুভমনের সেরা ওঠা বেশ কঠিন। এই ধরনের চোট সারতে অন্তত ১৪ দিন লাগে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর। সব ঠিক থাকলে সেই টেস্টে শুভমনের খেলতে সমস্যা নেই। শুভমন, রোহিত দু’জনেই খেলতে না পারলে ভারতের টপ অর্ডার দুর্বল হয়ে যাবে। রোহিত না খেললে ওপেনিংয়ে নামতে পারেন কেএল রাহুল।
শুভমন ছিটকে গেলে অভিমন্যু ঈশ্বরণ খেলতে পারেন। তাঁকে শুরুতে রোহিতের জায়গায় ভাবা হচ্ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে অভিমন্যুকে এক ধাপ নীচে খেলতে হতে পারে। কারণ ভারতের হাতে আর বিকল্প নেই। শুক্রবার রাহুলও চোট পেয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণের শর্ট বলে। দ্বিতীয় দিন তিনি ফিল্ডিং করেননি। চোটের জায়গায় বরফ ঘষতে হয়েছে। তাঁকে নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। রবিবার প্রস্তুতি ম্যাচের শেষ দিন। এর পর যাঁরা ভারত ‘এ’ দলের সদস্য ছিলেন, তাঁরা দেশে ফিরে নিজ নিজ রাজ্য দলে যোগ দেবেন। ভারতীয় দল পারথের অপ্টাস স্টেডিয়ামে চলে যাবে। সেখানে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন অনুশীলন হবে। তবে শুভমান চোট পাওয়ায় দলের সঙ্গে আপাতত থাকছেন দেবদত্ত পাড়িক্কল। যদিও তিনি মূল দলের অংশ হবেন নাকি রিজার্ভে থাকবেন তা এখনও জানানো হয়নি।
Leave a Reply