Sidhu Moose Wala: ধরা পড়ল পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালা খুনের মূলচক্রী গোল্ডি ব্রার

নিউজ ডেস্ক: অবশেষে সাফল্য। পাঞ্জাবি গায়ক সিধু মুসাওয়ালা খুনের প্রায় ৬ মাস পর অবশেষে পাকড়াও হল মূল অভিযুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে সিধু মুসাওয়ালা খুনের মূলচক্রী গ্যাংস্টার গোল্ডি ব্রারকে অবশেষে আটক করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। এমনটাই সূত্রে খবর। যদিও ক্যালিফোর্নিয়া পুলিশ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি।

কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের খোঁজ চলছিল গত চার-পাঁচ মাস ধরে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য গ্যাংস্টার গোল্ডি ব্রারার সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের পরই কানাডা থেকে আমেরিকায় পালিয়ে যান বলেও জানা যায়। গত ২০ নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়াতেই গা ঢাকা দেন গোল্ডি, এমনটাই জানাচ্ছে ইনটেলিজেন্স ডিপার্টমেন্ট। সেই মতোই ক্যালিফোর্নিয়া সরকারের সহযোগিতায় অভিযান চালায় ভারতীয় গোয়েন্দা সংস্থা। যদিও এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি এখনও সরকারি তরফে গোল্ডির ধরা পড়ার কোনও খবর জানানো হয়নি।

চলতি বছরের ২৯ মে পঞ্জাবের মাবনসা জেলার মুসাতে খুন হন জনপ্রিয় ভারতীয় গায়ক সিধু মুসাওয়ালা। কেজরিওয়াল সরকার নিরাপত্তা তুলে নেওয়ার ঠিক পরেরদিনই গাড়ির ভিতর থাকা সিধু মুসাওয়ালাকে কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে খুন করে। গাড়িতে সিধুর সঙ্গে থাকা তাঁর বন্ধু ও তুতো ভাই গুলিবিদ্ধ হন। তবে তাঁরা প্রাণে বেঁচে গেলেও সিধুকে বাঁচানো সম্ভব হয়নি। মোট ১৯টি গুলি করা হয়েছিল সিধুকে। তারপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সিধু মুসেওয়ালা খুনে মূল অভিযুক্ত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং এই কাজটির অন্যতম সহযোগী ছিল গোল্ডি ব্রার।

কে এই কুখ্যাত গ্যাংস্টার?

২৮ বছরের এই গোল্ডি ব্রার পুলিশের খাতায় গ্যাংস্টার বলে নথিভুক্ত। ২০১৭ সাল থেকে তিনি কানাডানিবাসী। পড়ুয়া হিসেবে ভারত থেকে সেদেশে যান গোল্ডি কিন্তু পরে ভারতে একাধিক হত্যা ও অপরাধের ঘচনার সঙ্গে তাঁর নাম জড়ায়। বেআইনি ভাবে অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত তিনি। মুসেওয়ালা হত্যাকাণ্ডে মূল চক্রী হিসেবে তাঁর নাম সামনে আসে।