নিউজ ডেস্ক: লোকসভায় নির্মলা-মহুয়া বাগযুদ্ধ, পাপ্পু কটাক্ষ থেকে গুজরাট নির্বাচন… ‘মাচিস কিসকি হাত মে হ্যায়’ শব্দবন্ধে বাংলার সাংসদকে আক্রমণ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
সংসদে চাঁচাছোলা ভাষায় মোদি সরকারকে তুলোধনা করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জবাবে বুধবার পালটা আক্রমণের রাস্তায় হাঁটেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সদ্য সমাপ্ত গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি ব্যাপক জয়ের পর লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন নির্মলা সীতারামন। তিনি বলেন পাপ্পুকে পশ্চিমবঙ্গে পাওয়া যেতে পারে। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস সেই সংখ্যাগরিষ্ঠতার অপপ্রয়োগ করেছে। নির্বাচনে জয়ের পরই রাজ্যজুড়ে ব্যাপক অগ্নিসংযোগ এবং লুঠপাট চালিয়েছে।
একুশের বিধানসভা নির্বাচনের পর বাংলায় বিক্ষিপ্তভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হন বিরোধীরা। কিন্তু গুজরাটে বিধানসভা নির্বাচনে পরে হিংসার ছবি ধরা পড়েনি। এই নিয়ে চড়া সুর, অর্থমন্ত্রীর গলায়। তিনি বলেন, যে রাজ্যে হিংসা, সেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। আর, যে রাজ্যে শান্তিতে কাটাচ্ছে, সেখানে বিজেপি ক্ষমতায়। দুই রাজ্যের তুলনা করে এমনটাই বোঝানোর চেষ্টা করেন সীতারামন।
তিনি বলেন, ‘২০২১ সালের নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গে লুঠপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, আমাদের দলের কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে জনগণ সরকারের হাতে দেশলাই বাক্স তুলে দেয়। প্রশ্ন এটা হওয়া উচিত নয় যে কার হাতে দেশলাই বাক্স দেওয়া হল। প্রশ্ন হল, কীভাবে এই দেশলাই বাক্সের ব্যবহার করা হচ্ছে।’
আরও পড়ুন: দুবছর পর এমআরআই! শুনে আদলতের দ্বারস্থ হলেন রোগী
এর আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বৃহৎ অর্থনীতির তথ্য নিয়ে মোদি সরকারকে তুলোধনা করেন। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, এটা প্রশ্ন নয়, কে আগুন লাগিয়েছে। বরং, এটা প্রশ্ন যে বিকৃত মস্তিষ্ক ব্যক্তির হাতে কে দেশলাই বাক্স তুলে দিয়েছে। জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের হাতে যখন দেশলাই বাক্স ছিল, আমরা উজ্জ্বলা দিয়েছি, পিএম কিষান দিয়েছি, স্বচ্ছ ভারত দিয়েছি, আর, ওই দল যখন দেশলাই বাক্স পেয়েছে, তখন অগ্নিসংযোগ, লুঠপাট, ধর্ষণ, বিজেপি কর্মীদের ঘরে অগ্নিসংযোগের মত ঘটনা উপহার দিয়েছে।’
Leave a Reply