রাজ্যকে স্বস্তি দিয়ে সিতরাং ঘুরে যেতে পারে বাংলাদেশের দিকে

নিউজ ডেস্ক: রবিবার ভোর ৫ টা নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ৬ ঘন্টায় নিম্নচাপ প্রতি ঘন্টায় ১৭ কিলোমিটার বেগে আরও উত্তর-পশ্চিমে সরে গিয়েছে। এই মুহূর্তে নিম্নচাপ বাংলাদেশের বরিশাল থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। হাওয়া অফিস এখনও অবধি পূর্বাভাস দিচ্ছে আগামী ১২ ঘন্টার মধ্যে এই গভীর নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী আগামী ২৫শে অক্টোবর, সোমবার ভোরে বাংলাদেশের ওপর দিয়ে ওই ঘূর্ণিঝড় অতিক্রম করবে। তাই, আপাতত রাজ্যবাসীর স্বস্তি, পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কাএখনও অবধি নেই।

আরও পড়ুন: ধনতেরস উপলক্ষ্যে ‘সুরভি ম্যানসনের’ সোনার গয়নায় বিশেষ ছাড়

আজকের আবহাওয়া

কলকাতায় রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে ভাপেক্ষিক আদ্রতার পরিমান থাকবে ৭২ শতাংশ। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই। তবে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ধনতেরস উপলক্ষে ধনসঞ্চয়ের জন্য ক্রেতাদের ভিড় ‘এন চন্দ্রে’

‘সিতরাং’ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে শোরগোল। কালীপুজোর সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মানুষের মনে দুশ্চিন্তার কালো মেঘ দেখা যাচ্ছিল। তবে, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে না পড়ার খবর হাওয়া অফিস জানাতে, মানুষ স্বস্তি পেয়েছেন। তবে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে লক্ষ্য করা যেতে পারে ভারী বৃষ্টি। এখনও অবধি অনুমান করা যাচ্ছে বাংলার কোনও কোনও প্রান্তে ৬০-৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ‘সিতরাং’র জেরে। এক্ষেত্রে ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।