ইউ এন লাইভ নিউজ: নভেম্বর শেষের পথে। যত দিন যাচ্ছে ক্রমশই নামছে তাপমাত্রার পারদ। যদিও সেইভাবে এখনও জাঁকিয়ে শীত পড়েনি, তবে বাতাসে রয়েছে হিমেল পরশ। মরসুম বদলের এই সময় ক্রমশই আর্দ্রতা কমতে থাকে ত্বকে। যার ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক। ত্বকের জেল্লাও যেন একপ্রকার উধাও হয়ে যায়।
তাই শীতকালেও নিজের ত্বকের জেল্লা ধরে রাখতে নিয়মিত ত্বক এবং চুলের যত্ন প্রয়োজন। তাই এক সপ্তাহ নিয়ম মেনে রূপচর্চা করলেই ফল মেলা সম্ভব। তবে যদি চান দীর্ঘস্থায়ী ফল তাহলে, ত্বকের যত্ন করে যেতে হবে বছরভর।
কী ভাবে ৭ দিনে ফিরবে ত্বকের জৌলুস?
১. প্রতি দিন বেরোনোর সময় অল্পবিস্তর মেকআপ করেন। বাড়ি ফিরে প্রথমেই নারকেল তেল বা মেকআপ রিমুভার দিয়ে সেটি তুলে ফেলুন। তার পর ব্যবহার করুন ফেসওয়াশ।
২. এরপর ভাল ভাবে ক্রিম ব্যবহারের পর ফেসিয়াল স্টিম ব্যবহার করলে, ত্বক গভীর ভাবে পরিষ্কার হয়। ক্লিনজ়িং-এর পর ক্রিম মেখে স্টিম নিতে হবে। একটি পাত্রে গরম জল নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে নিন। জলের বাষ্প মুখে এসে লাগবে। তবে মুখ সেই গরম পাত্রের খুব কাছে যেন না থাকে। চোখ বন্ধ রাখতে হবে। ২ থেকে ৫ মিনিটই এ জন্য যথেষ্ট।
৩. রাতে শোয়ার আগে ত্বকের যত্ন নিতেই হবে। ক্লিনজ়িং, টোনিং এবং ময়েশ্চারাইজ়িং।
৪. সৌন্দর্যের সঙ্গে ঘুমের গভীর যোগ। ঘুমোনোর সময় ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ মেরামত হয়। শরীর বিশ্রাম পায়। তাই সৌন্দর্য ধরে রাখতে চাইলে, এই ধাপ যেন ঠিক থাকে দেখতে হবে।
৫.ত্বককে পুষ্টি জোগাতে, গভীর ভাবে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে সিরাম। ত্বকের উপযোগী সিরাম বেছে নিতে হবে। এবং প্রতি রাতে শোয়ার আগে তা ব্যবহার করতে হবে।
Leave a Reply